নৌকা প্রতীক দেখলেই এমপি পঙ্কজ নাথের গাঁ জ্বলে ! নৌকা প্রতীক দেখলেই এমপি পঙ্কজ নাথের গাঁ জ্বলে ! - ajkerparibartan.com
নৌকা প্রতীক দেখলেই এমপি পঙ্কজ নাথের গাঁ জ্বলে !

2:32 pm , October 13, 2019

নিজস্ব প্রতিবেদক ॥ বরিশাল ৪ আসনে আওয়ামী লীগের দলীয় সংসদ সদস্য ও স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক পঙ্কজ দেবনাথের নৌকা প্রতীক দেখলেই গাঁ জ্বলে। তিনি সব সময় নৌকার প্রার্থীর বিরোধীতা করে নৌকার বিরুদ্ধে পাল্টা প্রার্থী দাড় করান। নৌকার বিরোধীতাই যেন তার প্রধান কাজ ! এমন অভিযোগ করেছেন ১৪ অক্টোবর অনুষ্ঠিতব্য মেহেন্দিগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনিত নৌকা প্রতীকের চেয়ারম্যান পদপ্রার্থী এ্যাডভোকেট মুনসুর আহম্মেদ। গতকাল রোববার দুপুর ১টায় বরিশাল রিপোর্টার্স ইউনিটি কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন। এসময় তার সাথে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তালুকদার মো: ইউনুস উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে চেয়ারম্যান প্রার্থী মুনসুর আহম্মেদ বলেন, নৌকার পক্ষের লোকজন এমপি পঙ্কজের ভয়ে মেহেন্দিগঞ্জ নির্বাচনী এলাকায় যেতে পারছে না। আমার নির্বাচন পরিচালনা কমিটির সদস্যরাও এখন আমার সাথে থাকছে না। নৌকার সমর্থন করলেও তারা মারধর ও হামলার ভয়ে প্রচারনায় নামছে না।
তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী আমাকে মনোনয়ন প্রদান করলেও তাতে খুশি হতে পারেনি স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ও স্থানীয় সংসদ সদস্য পঙ্কজ নাথ। তাই তিনি মাহফুজুল আলম লিটন, মশিউর রহমান পলাশ ও কেএম রফিকুল ইসলামকে চেয়ারম্যান পদে নৌকার বিরুদ্ধে দাড়াতে পরামর্শ দিয়েছেন।
মুনসুর আহম্মেদ বলেন, মনোনয়ন জমা দেয়ার দিন থেকেই এমপি পঙ্কজ আমার বিরোধীতা শুরু করেন। আমার এক সমর্থকের চায়ের দোকানে তালা লাগিয়ে দেয়া হয়। আমি যে মোটরসাইকেলে চলাফেরা করেছে সেই মোটরসাইকেলের চালক এবং স্প্রীড বোটের চালককে অকথ্য ভাষায় গালাগাল করেছে।
এমপি পঙ্কজের নির্দেশে সহযোগি সংগঠনের কোনো নেতাকর্মীই নির্বাচনী প্রচারণায় নামে নাই। তিনি প্রকাশ্যে আমাকে সমর্থন করলেও গোপনে চরম বিরোধীতা করছেন। এছাড়াও উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এমপি পঙ্কজের নির্দেশে মাহফুজুল আলম লিটনের ঘোড়া প্রতীকের পক্ষে লিফলেট বিতরণ করেন। তার ভয়ে কেউ নৌকা প্রতীকের পুলিং এজেন্ট হওয়ার সাহসও পাচ্ছে না।
এসময় সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তালুকদার মো: ইউনুস বলেন, এমপি পঙ্কজ দেবনাথ জেলা আওয়ামী লীগের কোনো নির্দেশনা মানেন না। আওয়ামী লীগের পদ পদবীতে না থাকার কারণে তিনি যা খুশি তাই করে থাকেন। নির্বাচনী পরিবেশ নষ্ট করছে এমপি পঙ্কজ দেবনাথ। আওয়ামীলীগের হয়ে আওয়ামীলীগের বিরোধীতা করা ন্যক্কারজনক বলেও মন্তব্য করেন জেলা আওয়ামী লীগের এই নেতা।
তবে সংবাদ সম্মেলনে করা অভিযোগগুলো ভিত্তিহীন দাবী করে বরিশাল ৪ আসনের এমপি পঙ্কজ দেবনাথ বলেন, ‘আমার বিরুদ্ধে ধারাবাহিক ষড়যন্ত্রের একটি অংশ এটি। জেলা আওয়ামী লীগের নির্দেশনা মানা হয় কিনা সেটা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এখানে এলে বুঝবেন। আমাদের আওয়ামী লীগের প্রার্থী তো এলাকাই আসে না। তবুও আমরা নৌকার জন্য কাজ করছি, নৌকার জয়ই হবে এখানে।
উল্লেখ্য, ‘সোমবার মেহেন্দিগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। প্রথম বারের মতো এই উপজেলার সকল কেন্দ্রে ইভিএম (ইলেকট্রিক ভোটিং মেশিন) পদ্ধতিতে ভোট গ্রহন হবে। তাই এরই মধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন অফিস। নির্বাচনকে কেন্দ্র করে ৯৯জন প্রিজাইডিং অফিসার, ৫৭৭ জন সহকারী প্রিজাইডিং অফিসার এবং ১১৪৪জন পুলিং এজেন্টকে প্রশিক্ষন প্রদান করা হয়েছে। উপজেলার ১৪টি ইউনিয়নে ৯৯টি ভোট কেন্দ্র এক যোগে ভোট গ্রহন করা হবে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT