অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তরা পেয়েছে পানি সম্পদ প্রতিমন্ত্রীর অর্থ সহায়তা অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তরা পেয়েছে পানি সম্পদ প্রতিমন্ত্রীর অর্থ সহায়তা - ajkerparibartan.com
অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তরা পেয়েছে পানি সম্পদ প্রতিমন্ত্রীর অর্থ সহায়তা

3:00 pm , October 4, 2019

নিজস্ব প্রতিবেদক ॥ সদর উপজেলার ফকিরের হাট বাজারে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত দোকান মালিকদের আর্থিক সহায়তা দিয়েছেন পানি সম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অব.) জাহিদ শামীম ফারুক এমপি। গতকাল শুক্রবার বিকেলে পানি উন্নয়ন বোর্ডের রেস্ট হাউজে এই অর্থ সহায়তার চেক তুলে দেন তিনি। ক্ষতিগ্রস্ত ১০ দোকানিকে নগদ ৬ হাজার করে টাকা ও দুই বান করে ঢেউটিন দেয়া হয়েছে। এসব বিতরনকালে উপস্থিত ছিলেন- বরিশাল সদর উপজেলা ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট মাহাবুবুর রহমান মধু এবং মহানগর আওয়ামী লীগ নেতা মাহামুদুল হক খান মামুনসহ দলীয় নেতাকর্মীরা।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT