2:59 pm , October 3, 2019
নিজস্ব প্রতিবেদক ॥ সাবেক চীফ হুইপ ও বিএনপি সংস্কারপন্থি নেতা সৈয়দ শহীদুল হক জামালের বিরুদ্ধে দুস্থদের জন্য বরাদ্ধকৃত বিশেষ চাল আত্মসাতের অভিযোগে দায়েরকৃত দুর্নীতির ২০ মামলা থেকে অব্যাহতি দেয়া হয়েছে। তার বিরুদ্ধে সাড়ে ৩শ মেট্রিকটন বিশেষ ভিজিএফ’র চাল আত্মসাতের ওই ২০টি মামলা করে দুদক। গতকাল বৃহস্পতিবার মামলার চার্জ গঠনের সময় তাকে অব্যাহতি দিয়েছেন বরিশাল বিভাগীয় স্পেশাল জজ আদালতের বিচারক মো. মহাসিনুল হক। সৈয়দ শহীদুল হক জামাল’র উপস্থিতিতে তাকে অব্যাহতির ওই আদেশ দেন। তবে ২০ মামলায় অন্য ১৯ জন আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে।
যাদের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে তারা হলেন- চাখারের সাবেক ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ¦ মো. ইদ্রিস আলী সরদার, বিএনপি নেতা ও ইউপি সদস্য মোঃ নুরুল হক কালু, সফিকুল হক সুমন, আব্দুর রশিদ, মো. বারেক মৃধা, আঃ রহমান ফরাজী, নজরুল ইসলাম বারেক, আলতাফ হোসেন, মনোজ কুমার, পরিতোষ, সুকুমার বৈরাগী, নিরদ হালদার, আতিকুর রহমান, দুলাল হোসেন, জাকির হোসেন, বিএনপি নেত্রী ও মহিলা ইউপি সদস্য শারমিন জাকিয়া, খাদিজা বেগম, শিরিন বেগম, জাহানারা বেগম। বিভাগীয় বিশেষ জজ আদালতের বেঞ্চ সহকারি হারুন অর রশিদ জানান, ২০০৬-০৭ অর্থ বছরে ঈদের আগে দুঃস্থদের নামে সাড়ে ৩শ’ মেট্রিকটন ত্রানের চাল বরাদ্দ করা হয়। ওই চাল দুস্থদের মধ্যে বিতরণ না করে নিজেরা আত্মসাতের অভিযোগ ওঠে। এই ঘটনায় ২০০৯ সালের ২৫ জুন দুর্নীতি দমন কমিশন (দুদক) এর সহকারী পরিচালক আব্দুর রহিম জোয়াদ্দার বাদী হয়ে বানারীপাড়া উপজেলা প্রকল্প কমিটির সভাপতি এক ইউপি চেয়ারম্যান ও ১৯ জন সদস্যের বিরুদ্ধে বানারীপাড়া থানায় পৃথক ২০টি মামলা দায়ের করেন। ২০১২ সালের ১ আগষ্ট মামলার তদন্তকারী কর্মকর্তা দুদকের তৎকালিন উপ-পরিচালক ওয়াজেদ আলী গাজী ২০টি মামলায় এজাহারনামীয়সহ সাবেক চীফ হুইপ শহীদুল হক জামালকে অভিযুক্ত করে চার্জশীট জমা দেয়া হয়েছিলো।
উল্লেখ্য, বিএনপি’র সংস্কারপন্থি এই নেতা একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-২ আসন থেকে বিএনপি’র দলীয় মনোনয়ন প্রত্যাশী ছিলেন। তবে তার পরিবর্তে বিএনপি নেতা সরদার সরফুদ্দিন আহমেদ সান্টুকে মনোনয়ন দেয়া হয়।
সর্বশেষ দল পরিবর্তনের ঘোষনা না দিলেও গত ২৮ সেপ্টেম্বর ঢাকায় নিজ বাস ভবনে কেক কেটে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা’র ৭৩ তম জন্মদিন পালন করেন। সেই থেকেই আলোচনায় উঠে আসেন শহীদুল হক জামাল।