নগরীর দুই খাবার হোটেলে জরিমানা নগরীর দুই খাবার হোটেলে জরিমানা - ajkerparibartan.com
নগরীর দুই খাবার হোটেলে জরিমানা

2:56 pm , September 25, 2019

নিজস্ব প্রতিবেদক ॥ নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার উৎপাদন, বিক্রি ও বিক্রির জন্য প্রদর্শনের অপরাধে নগরীর দুটি হোটেল মালিককে মোবাইল কোর্টে অর্থদন্ড দেয়া হয়েছে। গতকাল বুধবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে বরিশাল জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা আক্তার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রুম্পা ঘোষ পৃথকভাবে এ দুটি মোবাইল কোর্ট পরিচালনা করেন। দুটি মোবাইল কোর্টেই প্রসিকিউশন করেন বরিশাল সিটি কর্পোরেশনের নিরাপদ খাদ্য পরিদর্শক (স্যানিটারি ইন্সপেক্টর) সৈয়দ এনামুল হক সাইফুল। তিনি জানান, ‘বিকেল সোয়া ৪টা হতে ৫টা পর্যন্ত নগরীর সদর রোড সংলগ্ন আগরপুর রোড ও ফজলুল হক এভিনিউ সড়কে মোবাইল কোর্ট অভিযান পরিচালিত হয়। এসময় আগরপুর রোডের ‘হোটেল বিসমিল্লাহ’ মালিককে ১৫ হাজার এবং কাকলীর মোড় ফজলুল হক এভিনিউ সড়কের ‘মেহেন্দিগঞ্জ দদী ঘর’ কে ৮ হাজার টাকা করে মোট ২৩ হাজার টাকা অর্থদন্ড দেয়া হয়েছে। বরিশাল সিটি কর্পোরেশনের সহযোগিতায় মোবাইল কোর্ট পরিচালনা কালে কোতয়ালী মডেল থানার এসআই বশির আহমেদের নেতৃত্বাধিন পুলিশের একটি টিম সহযোগিতা করেন।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT