চেয়ারম্যান পদের প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ চেয়ারম্যান পদের প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ - ajkerparibartan.com
চেয়ারম্যান পদের প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ

2:52 pm , September 23, 2019

নিজস্ব প্রতিবেদক ॥ শুরু হয়েছে মেহেন্দিগঞ্জ উপজেলার চেয়ারম্যান পদের ভোটের নির্বাচনী প্রচারনা। গতকাল সোমবার প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্ধের পর থেকে শুরু হয় প্রার্থীদের প্রচারনা। এ উপজেলায় ভাইস চেয়ারম্যান দুই পদে একজন করে প্রার্থী থাকায় তারা বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচিত হয়েছেন। তারা হলেন-সংরক্ষিত ভাইস চেয়ারম্যান পদে রহমান বিনতে শফিকুল ইসলাম ও সাধারন ভাইস চেয়ারম্যান পদে খোরশেদ আলম ভুলু। ক্ষমতাসীন দলের এই দুই নেতা-নেত্রী বর্তমানেও ওই উপজেলার ভাইস চেয়ারম্যান। তবে চেয়ারম্যান পদে নির্বাচিত হওয়ার দৌড়ে রয়েছেন ৬ প্রার্থী। নির্বাচন অফিস সুত্রে জানা গেছে আগামী ১২ অক্টোবর এ উপজেলায় ভোট নেয়া হবে।
এতে ক্ষমতাসীন আওয়ামী লীগের মনোনীত প্রার্থী বর্তমান চেয়ারম্যান এ্যাড. মুনসুর আহম্মেদসহ তার রয়েছে দুই বিদ্রোহী প্রার্থী। তারা হলো- আন্দারমানিক ইউনিয়ন আ’লীগের সভাপতি একেএম মাহফুজ আলম ও কাজীরহাট থানা স্বেচ্ছাসেবক লীগের সাধারন সম্পাদক মশিউর রহমান পলাশ। এছাড়া অপর তিন প্রার্থী হলো- বিএনপির মনোনীত মো. গোলাম ওয়াহিদ, জাতীয় পার্টির মো. হানিফ মিয়া ও স্বতন্ত্র কেএম রফিকুল ইসলাম। সোমবার জেলা নির্বাচন অফিসে তাদের প্রতীক বরাদ্ধ দেয়া হয়। এর মধ্যে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী এ্যাড. মুনসুর আহম্মেদ পেয়েছেন নৌকা প্রতীক। দুই বিদ্রোহীর মধ্যে মাহফুজ আলম ঘোড়া ও মশিউর রহমান পলাশ আনারস প্রতীক পেয়েছেন। এছাড়া বিএনপির গোলাম ওয়াহিদ ধানের শীষ, জাতীয় পার্টির হানিফ মিয়া লাঙ্গল ও স্বতন্ত্র রফিকুল ইসলাম পেয়েছেন দোয়াত কলম প্রতীক। নির্বাচনী প্রতীক পাওয়ার পর থেকে শুরু হয়েছে প্রচার প্রচারনা।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT