3:00 pm , September 21, 2019
নিজস্ব প্রতিবেদক ॥ গত ২৪ ঘন্টায় বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে নতুন করে ডেঙ্গু আক্রান্ত ২০ রোগী ভর্তি হয়েছে। এ সময়ের মধ্যে মৃত্যু হয়েছে এক নারীর। আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছে মাত্র ২ জন। এ নিয়ে শেবাচিম হাসপাতালে ডেঙ্গু জ¦রে ৯ জনের মৃত্যু হলো। তবে সরকারি হিসেবে বরিশাল বিভাগে মৃত্যু’র সংখ্যা ১৪ জন।
শেবাচিম হাসপাতালের পরিচালক ডা. মো. বাকির হোসেন এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান. শুক্রবার রাত ৯টার দিকে শেবাচিম হাসপাতালের মেডিসিন ওয়ার্ডে মৃত্যু হওয়া নারী পারভিন আক্তার (৩৬) বানারীপাড়া উপজেলার তেতলা গ্রামের ফাইজুল হক এর স্ত্রী।
শুক্রবার (২০ সেপ্টেম্বর) দুপুর ১টায় শেবাচিম হাসপাতালের মেডিসিন বিভাগে ইউনিট-৩ এর অধিণে ভর্তি করা হয় ওই নারীকে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ৯টায় তার মৃত্যু হয়।
পরিচালক বলেন, ‘হাসপাতালে আসার আগে থেকেই রোগীর শরীরের অবস্থা খুবই খারাপ ছিলো। একদম শেষ মুহুর্তে তাকে হাসপাতালে নিয়ে আসা হয়েছে। ফলে অনেক চেষ্টার পরেও তাকে বাঁচানো যায়নি।
এদিকে খোঁজ নিয়ে জানাগেছে, এ পর্যন্ত গত দুই মাসে বরিশাল বিভাগের শিশু সহ বিভিন্ন বয়সের ২ হাজার ৩৭২ জন ডেঙ্গু সমস্যা নিয়ে শেবাচিম হাসপাতালে ভর্তি হয়। এর মধ্যে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ী ফিরেছে ২ হাজার ২৭৫ জন। বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন ৯৭ জন। গত ২৪ ঘন্টায় ডেঙ্গু জ¦র নিয়ে নতুন ভর্তি হয়েছে ২০ জন রোগী। যার মধ্যে ১০ জন পুরুষ, ৭ জন নারী ও ৩ জন শিশু।