ছিনতাইকারীকে চিনে ফেলায় হত্যা করা হয় মোটরসাইকেল চালক রিয়াজকে ছিনতাইকারীকে চিনে ফেলায় হত্যা করা হয় মোটরসাইকেল চালক রিয়াজকে - ajkerparibartan.com
ছিনতাইকারীকে চিনে ফেলায় হত্যা করা হয় মোটরসাইকেল চালক রিয়াজকে

2:55 pm , September 21, 2019

নিজস্ব প্রতিবেদক ॥ নগরীতে আরো একটি ক্লু-লেস হত্যা মামলার রহস্যের জট খুলেছে মেট্রোপলিটন এয়ারপোর্ট থানা পুলিশ। হত্যাকান্ডের ৪৫ দিনের মাথায় ভাড়ায় চালিত মোটরসাইকেল চালক রিয়াজুল হক সরদারের হত্যাকারী দুই আসামীকে গ্রেফতার করেছে তারা। সেই সাথে ছিনতাই হওয়া তার মোটরসাইকেলটিও পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়েছে। গতকালশনিবার এই ঘটনায় গ্রেফতারকৃ দুই আসামী আদালতে স্বীকারক্তিমুলক জবানবন্দিও দিয়েছে। পরে তাদের কারাগারে প্রেরণ করা হয়। তবে এখনো আত্মগোপনে রয়েছে হত্যার মিশনে থাকা অপর তিন আসামী। বিকেলে নগরীর নথুল্লাবাদ এলাকায় লুৎফর রহমান সড়কে মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (উত্তর) এর কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে উপ-পুলিশ কমিশনার মো. মোকতার হোসেন-বিপিএম (সেবা) এই তথ্য জানিয়েছেন। গ্রেফতারকৃতরা হলো- বাবুগঞ্জ উপজেলার চাঁদপাশা ইউনিয়নের শ্রীমন্ত রায় চৌকিদার বাড়ির বাসিন্দা মৃত আব্দুল হাকিম চৌকিদারের ছেলে মো. রুবেল চৌকিদার (২১) ও একই উপজেলার রহমতপুর ইউনিয়নের লোহালিয়া বালুর মাঠ এলাকার বাসিন্দা মো. সফিকুল ইসলামের ছেলে মো. মিলন (১৮)। তিনি বলেন, ‘নগরীর কাউনিয়া থানাধীন মড়ক খোলার পুল সংলগ্নের বাসিন্দা মো. রিয়াজুল হক সরদার। চলতি বছরের গত ৬ আগস্ট রাত ২টার দিকে লঞ্চঘাট হতে ভাড়ায় লোক আনা নেয়ার জন্য বাসা থেকে বের হয়। এর পর থেকেই সে নিখোঁজ হয়।
এমনকি সকালে ঘরে না ফেরায় স্ত্রী তার নম্বরে কল করলেও তা বন্ধ পাওয়া যায়। এর সকাল ১১টার দিকে এয়ারপোর্ট থানাধীন বাবুগঞ্জ উপজেলার লাকুটিয়া এলাকার তালতলা মোড় রাস্তার পাশে ডোবার মধ্যে রিয়াজের মৃতদেহ দেখতে পান স্থানীয়রা।
এই ঘটনায় নিহতের স্ত্রী এয়ারপোর্ট থানায় অজ্ঞাতনামা আসামি করে স্বামী হত্যা করে মোটর সাইকেল ছিনতাই’র অভিযোগ এনে একটি হত্যা মামলা দায়ের করেন।
উপ-পুলিশ কমিশনার মো. মোকতার হোসেন বলেন, ‘এটি একটি ক্লু-লেস মামলা ছিলো। তাই মামলা রুজুর পর তার দিক নির্দেশনায় এয়ারপোর্ট থানার পরিদর্শক (তদন্ত) আব্দুর রহমান মুকুলের নেতৃত্বে একটি চৌকশ টিম হত্যার রহস্য উদঘাটনে নেমে পড়ে। তারা আধুনিক তথ্য প্রযুক্তির পাশাপাশি সনাতন পদ্ধতি ব্যবহার করে হত্যা ও মোটরসাইকেল ছিনতাই’র ঘটনায় জড়িত দু’জনকে গ্রেফতার করে।
এর মধ্যে ১৯ সেপ্টেম্বর দুপুর দুই টার দিকে বাবুগঞ্জের চাঁদপাশা ইউনিয়নের ঘটকের চর এলাকা হতে মো. রুবেল চৌকিদার (২১) ও ২০ সেপ্টেম্বর রাত সোয়া ১০টার দিকে বাবুগঞ্জের লোহালিয়া এলাকার মীরগঞ্জ ফেরীঘাট এলাকা থেকে মো. মিলন (১৮) কে গ্রেফতার করা হয়। এর আগেই নগরীর ত্রিশ গোডাউন এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়েছে রিয়াজুল হক সরদারের ছিনতাই হওয়া মোটরসাইকেলটি।
উপ-পুলিশ কমিশনার জানিয়েছেন, ‘মোটরসাইকেল ছিনতাই এবং হত্যাকান্ডের সঙ্গে মোট ৫ জন জড়িত রয়েছে বলে গ্রেফতারকৃত আসামীরা আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছে। তবে তদন্তের সার্থে পলাতক তিন আসামীর নাম পরিচয় প্রকাশে অপরাগত প্রকাশ করে বলেন, বাকিদের গ্রেফতারে পুলিশের টিম কাজ করছে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT