বিসিসিতে আবেদনে কমলো গ্রাহকের হোল্ডিং ট্যাক্স বিসিসিতে আবেদনে কমলো গ্রাহকের হোল্ডিং ট্যাক্স - ajkerparibartan.com
বিসিসিতে আবেদনে কমলো গ্রাহকের হোল্ডিং ট্যাক্স

3:11 pm , September 18, 2019

নিজস্ব প্রতিবেদক ॥ বরিশাল সিটি করপোরেশন (বিসিসি) আবেদনের পরিপ্রেক্ষিতে এক গ্রাহকের বার্ষিক হোল্ডিং ট্যাক্সের পরিমাণ উল্লেখযোগ্য মাত্রায় হ্রাস করেছে কর্তৃপক্ষ।
জানা যায়, ২০১৪-১৫ অর্থবছর পর্যন্ত সিটি করপোরেশনের ২০ নম্বর ওয়ার্ডের নিউ কলেজ রোড বৈদ্যপাড়া এলাকার শামীম হোসেন তার একটি টিনের ঘর বাবদ বার্ষিক ৪০৫ টাকা করে হোল্ডিং ট্যাক্স পরিশোধ করে আসছিলেন। কিন্তু এরপরের অর্থবছরে ভুলবশত কর বৃদ্ধিসংক্রান্ত একটি নোটিশ প্রদান ও শুনানীতে তার ওই ঘর বাবদ হোল্ডিং ট্যাক্স বহুগুণে বাড়িয়ে ২ হাজার ১৬০ টাকা করা হয়।
পরবর্তীতে ওই ঘটনায় আপত্তি জানিয়ে শামীম বিসিসিতে একটি আবেদন করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে বিসিসির প্রধান রাজস্ব কর্মকর্তা ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. ইসরাইল হোসেন বিষয়টিকে গুরুত্বের সঙ্গে নিয়ে তা তদন্তের নির্দেশ দেন।
সর্বশেষ তদন্ত প্রতিবেদন হাতে পাওয়ার পর মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) প্রধান রাজস্ব কর্মকর্তা শামীমের ৪৮০ বগর্ফুট আয়তনের ঘরের বার্ষিক মূল্যায়ন ৮ হাজার টাকার পরিবর্তে ৫ হাজার টাকা পুনর্র্নিধারণ করেন। ফলে মূল্যায়নের ২৭ শতাংশ হিসেবে বর্তমানে শামীমের হোল্ডিং ট্যাক্স ২ হাজার ১৬০ টাকার জায়গায় কমে গিয়ে দাঁড়ায় ১ হাজার ৩৫০ টাকায়।
বিষয়টি নিশ্চিত করে বসিকের জনসংযোগ কর্মকর্তা বেলায়েত হাসান বাবলু জানান, এ ধরনের ঘটনা খুব কম শোনা যায়। যার হোল্ডিং ট্যাক্স কমেছে সেই গ্রাহক এ ঘটনায় খুবই খুশি হয়েছেন। পাশাপাশি তিনি মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহসহ সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানিয়েছেন।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT