দক্ষিণাঞ্চলের হাসপাতালে ডেঙ্গু রোগী ভর্তির সংখ্যা ৫ হাজার ছাড়িয়েছে দক্ষিণাঞ্চলের হাসপাতালে ডেঙ্গু রোগী ভর্তির সংখ্যা ৫ হাজার ছাড়িয়েছে - ajkerparibartan.com
দক্ষিণাঞ্চলের হাসপাতালে ডেঙ্গু রোগী ভর্তির সংখ্যা ৫ হাজার ছাড়িয়েছে

3:32 pm , September 16, 2019

নিজস্ব প্রতিবেদক ॥ দক্ষিণাঞ্চলে ডেঙ্গুজ¦র আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তির সংখ্যা ৫ হাজার অতিক্রম করেছে। গতকাল সোমবার সকালের পূর্ববর্তি ৭২ ঘন্টায় এ অঞ্চলে নতুন করে প্রায় সোয়া ২শ ডেঙ্গু রোগী সরকারী হাসপাতালে ভর্তি হয়েছে। এরমধ্যে শের এ বাংলা মেডিকেল কলেজ হাসপাতালেই ভর্তির সংখ্যা প্রায় ৮৫ জন। এ নিয়ে দক্ষিণাঞ্চলে ডেঙ্গুজ¦র আক্রান্ত হয়ে সরকারীÑবেসরকারী হাসপাতালগুলোতে ভর্তিকৃত রোগীর সংখ্যা দাড়িয়েছে ৫ হাজার ১৪৪। যার মধ্যে শের এ বাংলা মেডিকেল কলেজ হাসপাতালেই ভর্তি হয়েছে ২ হাজার ২৬৮। ভর্তিকৃত এসব রোগীর মধ্যে মহানগরীর দুটি বেসরকারী হাসপাতাল ১শ রোগী ভর্তি হয়। এর বাইরেও আরো প্রায় সম সংখ্যক মানুষ বিভিন্ন চিকিৎসকের কাছে ডেঙ্গু জ¦রের চিকিৎসা নিয়েছেন বলে জানিয়েছে একাধীক দায়িত্বশীল সূত্র।
সোমবার সকালের পূর্ববর্তি ২৪ ঘন্টায় বরিশাল বিভাগের ৬টি জেলায় নুতন করে ৬০ জন ডেঙ্গু রোগী বিভিন্ন সরকারী হাসপাতালে ভর্তি হয়। যার মধ্যে শের এ বাংলা মেডিকেল কলেজ হাসপাতালেই ভর্তি হয় ১৮ জন। সোমবার দুপুর পর্যন্ত দক্ষিণাঞ্চলের সরকারী হাসপাতালগুলোতে চিকিৎসাধীন ডেঙ্গু রোগীর সংখ্যা ছিল ১৯৩। যার মধ্যে শের এ বাংলা হাসপাতালেই ছিল ৯২ জন ডেঙ্গু রোগী। দক্ষিণাঞ্চলে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা কিছুটা হ্রাস পেলেও তা এখনো আশাব্যাঞ্জক নয় বলে মনে করছেন বিশেষজ্ঞ চিকিৎসকগন। তাদের মতে চিকিৎসার ক্ষেত্রে যেভাবে বিশেষ নজরদারী অব্যাহত রয়েছে, এডিস মশার লার্ভা ধংশের বিষয়টি ততটা অগ্রগতি লাভ না করায় প্রতিদিনই এ অঞ্চলে অগনিত মানুষ ডেঙ্গু জ¦রে আক্রান্ত হচ্ছে। এক্ষেত্রে সিটি করপোরেশন এবং বিভিন্ন পৌরসভাগুলো ছাড়াও পারিবারিক ও ব্যক্তি পর্যায়ে অধিকতর সচেতনতা অবলম্বনের তাগিদ দিয়েছেন বিশেষজ্ঞ চিকিৎসকগন।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT