বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ টুর্নামেন্ট উপলক্ষে জেলা প্রশাসনের সংবাদ সম্মেলন বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ টুর্নামেন্ট উপলক্ষে জেলা প্রশাসনের সংবাদ সম্মেলন - ajkerparibartan.com
বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ টুর্নামেন্ট উপলক্ষে জেলা প্রশাসনের সংবাদ সম্মেলন

3:23 pm , September 13, 2019

নিজস্ব প্রতিবেদক ॥ বরিশাল জেলা পর্যায়ে ২২টি দল নিয়ে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক-বালিকা অনূর্ধ্ব-১৭। এই টুর্নামেন্টে বরিশাল সিটি কর্পোরেশন সহ জেলার ১০টি উপজেলা থেকে বালক ও বালিকাদেরপৃথক ১১টি করে টিম অংশ নেবে। ১৭ সেপ্টেম্বর সকাল সাড়ে ৮টায় নগরীর বান্দ রোডস্থ শহীদ আব্দুর রব সেরনিয়াবাত আউটার স্টেডিয়ামে পাঁচ দিন ব্যাপী এই টুর্নামেন্টের উদ্বোধন করবেন বিভাগীয় কমিশনার মুহাম্মদ ইয়ামিন চৌধুরী। আর তাই জাঁকজমকপূর্ণভাবে জেলা পর্যায়ের এই টুর্নামেন্ট আয়োজনের লক্ষ্যে এরই মধ্যে বরিশাল জেলা প্রশাসনের পক্ষ থেকে সকল আয়োজন সম্পন্ন করা হয়েছে। পাশাপাশি গুরুত্বপূর্ণ খেলাগুলোর ধারা বিবরণী বাংলাদেশ বেতার বরিশাল কেন্দ্র থেকে প্রচার করা হবে। গতকাল শুক্রবার সকাল সাড়ে ১১টায় বরিশাল শহীদ আব্দুর রব সেরনিয়াবাত স্টেডিয়ামের সভা কক্ষে ‘বঙ্গবন্ধু-বঙ্গমাতা জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনূর্ধ্ব-১৭ উপলক্ষে জেলা ক্রিড়া সংস্থা আয়োজিত এক সংবাদ সম্মেলনে জেলা প্রশাসক ও জেলা ক্রিড়া সংস্থার আহ্বায়ক এসএম অজিয়র রহমান এই তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ‘লেখা-পড়ার পাশাপাশি খেলাধুলার মাধ্যমে কিশোর-কিশোরীদের শারীরিক, মানসিক ও নান্দনিক বিকাশ, সহিষ্ণুতা, মনোবল বৃদ্ধি ও খেলাধুলায় উৎসাহী করে গড়ে তোলা, ক্রীড়া চর্চার উদ্বুদ্ধকরণ, মাদকাসক্তি এবং জঙ্গিবাদ সহ সকল অসামাজিক কর্মকান্ড হতে বিরত রাখার লক্ষ্যে দেশব্যাপী উপজেলা, জেলা এবং জাতীয় পর্যায়ে কিশোর কিশোরীদের নিয়ে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে।
তার অংশ হিসেবে টুর্নামেন্টের বরিশাল উপজেলা পর্যায়ে এই প্রতিযোগিতা শেষে ১৭ সেপ্টেম্বর থেকে ২২ সেপ্টেম্বর পর্যন্ত জেলা পর্যায়ের প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। যেখানে সিটি কর্পোরেশন এলাকার বালক-বালিকা দুটি এবং বাকি ১০টি উপজেলায় উত্তীর্ণ বালক বালিকাদের ২০টি করে মোট ২২টি দল অংশ নেবে। জেলা পর্যায়ে উত্তীর্ণ বালক ও বালিকাদের দুটি টিম বিভাগীয় পর্যায়ে খেলবে। তাছাড়া বিভাগ থেকে জাতীয় পর্যায়ে খেলবে একটি টিম। বরিশাল জেলা পর্যায়ে টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে ২২ সেপ্টেম্বর। ওইদিন ফাইনাল খেলার উদ্বোধন ও সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন বরিশাল সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ। এছাড়া উদ্বোধন ও পুরস্কার বিতরণ দুটি অনুষ্ঠানেই সভাপতিত্ব করবেন জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT