বিচার বিভাগ নিয়ন্ত্রণ করে খালেদা জিয়াকে আটকে রাখা হয়েছে— মজিবর রহমান সরোয়ার বিচার বিভাগ নিয়ন্ত্রণ করে খালেদা জিয়াকে আটকে রাখা হয়েছে- মজিবর রহমান সরোয়ার - ajkerparibartan.com
বিচার বিভাগ নিয়ন্ত্রণ করে খালেদা জিয়াকে আটকে রাখা হয়েছে— মজিবর রহমান সরোয়ার

3:09 pm , September 12, 2019

নিজস্ব প্রতিবেদক ॥ বিএনপি জাতীয় নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব ও জাতীয় সংসদের সাবেক হুইপ এ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ার বলেছেন, দূর্নীতি আর রাষ্ট্রযন্ত্রের ওপর ভর করে অবৈধ সরকার মসনদে টিকে আছে। ভোট বিহীন অবৈধ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বুঝতে পেরেছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া মুক্তি পেলে গণতন্ত্র মুক্তি’র সাথে সাথে তার মসনদ ভেঙে চুরমার হয়ে যাবে। সেই ভয়েই বিচার বিভাগকে নিয়ন্ত্রণ করে খালেদা জিয়াকে মিথ্যা মামলায় জেলে বন্ধি করে রাখা হয়েছে। বিএনপি চেয়ারপার্সন ও তিন বারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির দাবীতে বরিশাল মহানগর বিএনপি আয়োজিত মানববন্ধন কর্মসূচিতে সভাপতির বক্তৃতায় মজিবর রহমান সরোয়ার এ কথা বলেছেন।
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ১১ টায় অশি^নী কুমার টাউন হল চত্ত্বরে পুলিশ বেষ্টুনির মধ্যে অনুষ্ঠিত মানববন্ধন কর্মসূচিতে মহানগর বিএনপি’র সভাপতি ও সাবেক এমপি সরোয়ার আওয়ামী লীগ সরকারের সমালচনা করে বলেন, ‘পৃথিবীর এমন কোন রাষ্ট্র নেই যেখানে নিজ দলের প্রতিকে নির্বাচিত করে সংসদের গৃহপালিত বিরোধী দল বানানো হয়। যা আওয়ামী লীগ করেছে। অন্য দলের নেতাদের নৌকা প্রতিকে নির্বাচিত করে এনে বিরোধী দল বানিয়ে সংসদ পরিচালনা করছে।
সরোয়ার বলেন, ‘গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়া। তিনি মানুষের কথা বলেন, গণতন্ত্রের কথা বলেন। এ কারনেই আজ তাকে জেলের বন্দি কারাগারে আটকে রাখা হয়েছে। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি না হওয়া পর্যন্ত এদেশের মানুষ গণতন্ত্রের স্বাদ পাবে না। তাই দেশের সকল শ্রেণীর মানুষকে গণতন্ত্র পুনরুদ্ধার এবং বেগম খালেদা জিয়ার মুক্তির জন্য রাজপথে বেড়িয়ে আসার আহ্বান জানান তিনি।
প্রতিবাদী মানববন্ধন কর্মসূচিতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মহানগর বিএনপি’র ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জিয়াউদ্দিন সিকদার, সিনিয়র সহ-সভাপতি মনিরুজ্জামান ফারুক, সহ-সভাপতি মহসিন মন্টু, আইন বিষয়ক সম্পাদক এ্যাডভোকেট আবুল কালাম আজাদ, জ্যেষ্ঠ বিএনপি নেতা আলি হায়দার বাবুল, মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মাসুদ হাসান মামুন, জেলা যুবদলের সভাপতি এ্যাডভোকেট পারভেজ আকন বিপ্লব, মহানগর শ্রমিকদলের সাধারণ সম্পাদক ফয়েজ আহমেদ, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম জনি প্রমুখ।
এর আগে সকাল সাড়ে ১০টায় বেগম খালেদা জিয়ার মুক্তির দাবীতে মানববন্ধন কর্মসূচি পালন করে উত্তর ও দক্ষিণ জেলা বিএনপি। অশি^নী কুমার হল চত্ত্বরে অনুষ্ঠিত এই মানববন্ধন কর্মসূচিতে সভাপতিত্ব করেন দক্ষিণ জেলা বিএনপি’র সভাপতি আলহাজ¦ এবায়েদুল হক চাঁন।
এছাড়াও অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উত্তর জেলা বিএনপি’র সভাপতি ও কেন্দ্রীয় নির্বাহী সদস্য মেজবাহ উদ্দিন ফরহাদ, দক্ষিণ জেলার সাধারণ সম্পাদক এ্যাডভোকেট আবুল কালাম শাহিন, উত্তর জেলার সহ-সভাপতি সৈয়দ রফিকুল ইসলাম লাবু, উজিরপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. শহিদুল ইসলাম, জেলা যুবদল সভাপতি পারভেজ আকন বিপ্লব, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম সুজন প্রমুখ।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT