সন্ত্রাসী সজলের হামলায় লঞ্চ কর্মচারী জীবন মৃত্যুর সন্ধিক্ষণে সন্ত্রাসী সজলের হামলায় লঞ্চ কর্মচারী জীবন মৃত্যুর সন্ধিক্ষণে - ajkerparibartan.com
সন্ত্রাসী সজলের হামলায় লঞ্চ কর্মচারী জীবন মৃত্যুর সন্ধিক্ষণে

3:14 pm , September 9, 2019

নিজস্ব প্রতিবেদক ॥ নগরীতে ছাত্রলীগ নেতা মিলন ভূইয়া’র ভাই চিহ্নিত চাঁদাবাজ ও সন্ত্রাসী সজলের হামলার শিকার লঞ্চ স্টাফ উজ্জল মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। গত ৭ সেপ্টেম্বর শুক্রবার রাতে নগরীর হাসপাতাল রোডে ‘ল’ কলেজের সামনে চাঁদার দাবীতে এই সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে। আহত উজ্জল বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আহত উজ্জল নগরীর হাসপাতাল রোডের বাসিন্দা লালটু চন্দ্র দাস এর ছেলে এবং বরিশাল-ঢাকা নৌরুটের এমভি সুন্দরবন লঞ্চের একজন স্টাফ। আহত উজ্জলের স্বজনরা জানায়, উজ্জলের ভাই উত্তমকে বাসা থেকে ডেকে নেয় ছাত্রলীগ নেতা মিলন ভূইয়ার ভাই সজল ভূইয়া। ল’ কলেজের মধ্যে নিয়ে তার কাছে মাদক ক্রয়ের জন্য চাঁদা দাবী করে। তা না দেয়ায় উত্তমকে মারধর করে সজল। খবর পেয়ে উজ্জল সেখানে ছুটে গিয়ে সজলকে বাঁধা দেয়। এজন্য দেশীয় অস্ত্র দিয়ে উজ্জলের বুকে আঘাত করে সন্ত্রাসী উজ্জল। এতে ঘটনাস্থলেই জ্ঞান হারিয়ে ফেলে সে। পরে স্থানীয়রা এগিয়ে এলে ভয়ে দৌড়ে পালিয়ে যায় সন্ত্রাসী সজল। পরে স্থানীয়রা উজ্জলকে উদ্ধার করে শেবাচিম হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন উজ্জলের অবস্থার ক্রমশই অবনতি ঘটে। এজন্য উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় প্রেরণ করা হয়। স্থানীয় সূত্রে জানাগেছে, হাসপাতাল রোডের আবুল ভূইয়ার ছেলে সজল ভূইয়া দীর্ঘ দিন ধরে হাসপাতাল রোড এলাকার বিভিন্ন দোকানে চাঁদাবাজী করে। সে এলাকায় ত্রাসের রাজত্ব সৃষ্টি করেছে। চায়ের দোকান থেকে চা পান এবং সিগারেট নিয়ে তার টাকা পরিশোধ করে না। ওই টাকা চাইতে গেলে মারধরের শিকার হতে হয় দোকানীদের। সূত্রগুলো আরো জানায়, সজল তার ভাই’র নাম ভাঙিয়ে হাসপাতাল রোড এলাকায় একটি মাদক সিন্ডিকেট পরিচালনা করছে। সে নিজেই ‘ল’ কলেজ ক্যাম্পাসের মধ্যে বসে ইয়াবা এবং ফেন্সিডিল বিক্রি করে থাকে। যা প্রকাশ্যে ঘটলেও তার বিরুদ্ধে কথা বলার সাহস পাচ্ছে না কেউ। এতো কিছুর পরেও পুলিশ তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন করছে না। তবে পুলিশ দাবী করেছে সজলকে গ্রেফতার করতে তাদের চেষ্টা চলছে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT