দক্ষিণাঞ্চলের টেলিযোগাযোগ বিপর্যয় অব্যাহত দক্ষিণাঞ্চলের টেলিযোগাযোগ বিপর্যয় অব্যাহত - ajkerparibartan.com
দক্ষিণাঞ্চলের টেলিযোগাযোগ বিপর্যয় অব্যাহত

3:14 pm , September 6, 2019

নিজস্ব প্রতিবেদক ॥ প্রতিদিনই একাধীকবার দক্ষিনাঞ্চলের সাথে সারা দেশের টেলিযোগাযোগ ব্যবস্থা বিপর্যস্ত হয়ে পড়ছে। প্রতিদিনই ভূগর্ভস্থ ক্যাবল ছাড়াও মাইক্রোয়েভ লিংক বিচ্ছিন্ন হওয়ায় ছাড়াও এনডব্লিউডি ট্রাংক এক্সেচেঞ্জের গোলযোগের কারনে সমগ্র দক্ষিণাঞ্চলের টেলিযোগোযোগ বিপর্যয়ের কবলে পড়ছে। কিন্তু বেশীরভাগ ক্ষেত্রেই তা দেখারও কেউ নেই বলেও অভিযোগ রয়েছে।
ফলে বরিশাল বিভাগীয় সদর সহ দক্ষিণাঞ্চলের ৬টি জেলা এবং ৪২টি উপজেলার সাথে টেলিফোন, ইন্টারনেট পরিসেবা বিঘিœত হচ্ছে প্রতিনিয়ত। সরকারী ল্যান্ড ফোনের প্রতি সাধারন গ্রাহকদের আস্থা তলানীতে ঠেকার মধ্যেই গত কয়েক মাস ধরে নানামুখি গোলযোগের কারনে সারা দেশের সাথে টেলিযোগাযোগের এ বিপর্যয় পরিস্থিতিকে আরো নাজুক করে তুলছে।
গত ১৬ আগস্ট থেকে ল্যান্ড ফোনের লাইনরেন্ট তুলে দিয়ে দেড়শ টাকায় সারা দেশের ল্যান্ড ফোনের সাথে আনলিমিটেড টকটাইম দেয়ার হলেও দক্ষিণাঞ্চলের টেলিযোগাযোগ ক্ষেত্রে নিয়মিত গোলযোগ পরিস্থিতির উন্নতি ব্যাহত করছে বলে অভিযোগ সাধারন গ্রাহকদের। এমনকি বেশীরভআগ ক্ষেত্রেই দিনের অধিকাংশ সময় এনডব্লিউডি, আইএসডি, ইন্টারনেট পরিসেবা সহ অন্য অপারেটরে কল করার সুবিধাসমুহ বন্ধ থাকলেও তা দেখারও কাউকে খুজে পাওয়া যায়না বলেও অভিযোগ উঠেছে।
এসব বিষয়ে বিটিসিএল-এর জিএম’এর সাথে আলাপ করা হলে তিনি এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য সংশ্লিষ্ট প্রকৌশলীদের নির্দেশ দেবেন বলে জানিয়েছেন।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT