ধর্ষকের যাবজ্জীবন কারাদন্ড ধর্ষকের যাবজ্জীবন কারাদন্ড - ajkerparibartan.com
ধর্ষকের যাবজ্জীবন কারাদন্ড

2:46 pm , September 5, 2019

নিজস্ব প্রতিবেদক ॥ স্ত্রী ও সন্তানের স্বীকৃতির দাবীতে চাচাতো ভাইয়ের বিরুদ্ধে করা ধর্ষনের মামলায় যাবজ্জীবন কারাদন্ড দিয়েছে আদালত। এছাড়াও ১ লাখ টাকা জরিমানা অনাদায়ে আরও ২ বছরের কারাদন্ড দেয়া হয়েছে। একই সাথে গর্ভজাত কণ্যা সন্তানের বিয়ে না হওয়া পর্যন্ত ব্যয়ভার সরকারকে বহনের নির্দেশ দেয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার এ দন্ড দেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক আবু শামীম আজাদ। রায় ঘোষনার সময় দন্ডিত রেজাউল করিম রেজা পলাতক ছিলো। সে মুলাদী তেরচর গ্রামের বাসিন্দা আবদুল রশিদ হাওলাদারের ছেলে। আদালতের বেঞ্চ সহকারি আজিবর রহমান জানায়, দন্ডিত রেজা বিবাহিত ও এক সন্তানের জনক ছিলো। ২০১০ সালের ১ নভেম্বর রেজা তার চাচার বাসায় যায়। এ সময় বাসায় কেউ না থাকার সুযোগে চাচাতো বোনকে ধর্ষন করে। পরে বিয়ের আশ্বাস দিয়ে বিভিন্ন সময় শারীরিক সম্পর্ক করে। এতে অন্তঃস্বত্তা হয়ে পড়লে চাচাতো ভাইকে জানায় এবং বিয়ের জন্য বলে। ২০১১ সালের ১ মে শারীরিক সম্পর্ক ও বিয়ে করতে অস্বীকৃতি জানায় রেজা। এ ঘটনায় ৫ মে চাচাতো বোন বাদী হয়ে আদালতে মামলা করে। ২০১২ সালের ১৫ নভেম্বর রেজার বিরুদ্ধে অভিযোগ গঠন করে আদালত। মামলায় ১০ জনের মধ্যে ৬ জনের সাক্ষ্য গ্রহন শেষে বিচারক ওই আদেশ দেন। এছাড়াও রেজা পলাতক থাকায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির নির্দেশ দেন।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT