ভূমি অফিসের পিওনের বিরুদ্ধে টাকা আত্মসাতের মামলা ভূমি অফিসের পিওনের বিরুদ্ধে টাকা আত্মসাতের মামলা - ajkerparibartan.com
ভূমি অফিসের পিওনের বিরুদ্ধে টাকা আত্মসাতের মামলা

2:52 pm , September 3, 2019

নিজস্ব প্রতিবেদক ॥ মায়ের চিকিৎসা ও সংসারের অভাব পুরনে জমি বিক্রয়ের টাকা আত্মসাতের অভিযোগ পাওয়া গেছে নগরীর সাগরদি ইউনিয়ন ভূমি অফিসের পিওন সেলিনা আক্তার ওরফে কাজল রেখার বিরুদ্ধে। এ ঘটনায় চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলা ও বরিশাল সদরের সহকারী কমিশনার (ভূমি) এর কাছে অভিযোগ করা হয়েছে। গত ২৬ আগস্ট প্রতারনার শিকার উজিরপুর ডহরপাড়া গ্রামের বাসিন্দা সৈয়দ নাজমুল ইসলাম বাদী হয়ে আদালতে মামলা করে। বিচারক মামলাটি আমলে নিয়ে সমনের নির্দেশ দেন। অভিযুক্ত সেলিনা আক্তার ওরফে কাজল রেখা কাশিপুর চহুতপুর এলাকার বাসিন্দা ইকবাল হোসেনর স্ত্রী। মামলা ও অভিযোগ সূত্রে জানা যায়, নাজমুল ইসলামের দুই ভাই সড়ক দুর্ঘটনায় নিহত হয়। এতে তার বাবা শোকাহত হয়ে মৃত্যু বরণ করে। এতে পরিবারে দায়ভার এসে পরে তার উপরে। পরবর্তীতে তার মায়ের দুইটি কিডনি নষ্ট হয়ে যাওয়ায় সংসারের খরচ ও মায়ের চিকিৎসা চালানো কঠিন হয়ে পড়ে। এ ধারাবাহিকতায় সে তাদের গুঠিয়ার ৫৬৭ খতিয়ানের ১৯ শতাংশ জমি ৬৬ লাখ টাকায় বিক্রয়ের কথা জানায়। এতে সম্মত হয়ে সেলিনা আক্তার ২০১৮ সালের ১৬ মে জমি ক্রয় করে। দলিল করার সময় সেলিনা আক্তার নগদ টাকা না দিয়ে উল্লেখিত টাকার চেক দেয়। চেকটি গত ২০১৮ সালের ৩০ আগস্ট রুপালি ব্যাংকের নথুল্লাবাদ শাখায় জমা দিলে তা প্রত্যাখ্যাত হয়। পরে এ বিষয়ে সেলিনা আক্তারের সাথে যোগাযোগ করা হলে সে টালবাহানা শুরু করে। চলতি বছরের ২০ জুন চতুর্থ বারের মতো সহকারী কমিশনার (ভূমি) কাছে লিখিত আবেদন দেয়ার পরও তারা কোন ব্যবস্থা গ্রহন না করায় ২৬ আগস্ট নাজমুল ইসলাম বাদী হয়ে আদালতে মামলা করে। মামলাটি আমলে নিয়ে বিচারক ওই আদেশ দেন।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT