মাদক নির্মূলে ভূমিকা পালনে পুলিশ সদস্যকে বিসিসির সম্মাননা মাদক নির্মূলে ভূমিকা পালনে পুলিশ সদস্যকে বিসিসির সম্মাননা - ajkerparibartan.com
মাদক নির্মূলে ভূমিকা পালনে পুলিশ সদস্যকে বিসিসির সম্মাননা

2:54 pm , September 2, 2019

নিজস্ব প্রতিবেদক ॥ মাদক নির্মূলে গুরুত্বপূর্ন ভূমিকা পালন করায় বরিশাল মেট্টোপলিটন পুলিশের এক জন ওসিসহ ৮ পুলিশ সদস্যকে সম্মাননা জানিয়েছে বরিশাল সিটি কর্পোরেশন। সম্প্রতি বিএমপি পুলিশের সফল অভিযানে ২০ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক করাবারী আটক হওয়ায় বিএমপির কমিশনার মোঃ শাহাবুদ্দিন খানসহ অভিযানে অংশ নেয়া সকল পুলিশ সদস্যকে অভিনন্দন জানিয়েছেন বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ।তারই ধারাবাহিকতায় সিটি মেয়র বরিশাল কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নুরুল ইসলাম, এসআই সমিরন মন্ডল, সরিফ হোসেন, এএসআই আসাদুজ্জামান, বিধান চন্দ্র গনপতি, সুমন হালদার, কনস্টেবল আল আমিন ও কবির হোসেনকে সোমবার শুভেচ্ছা স্মারক প্রদান করেছে। দুপুর আড়াইটায় এ অনুষ্ঠান এ্যানেক্স ভবনে মেয়রের দপ্তরে অনুষ্ঠিত হয়। সিটি মেয়র সাদিক আবদুল্লাহ বলেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সর্বনাশা মাদকের বিরুদ্ধে যে যুদ্ধ ঘোষনা করেছেন তাতে আমাদের সকলকে অংশ নিয়ে সমাজ থেকে চিরতরে মাদক নিমূর্লে একযোগে কাজ করতে হবে। মেয়র আরো বলেন, বরিশাল নগরীকে একটি সুন্দর মাদক মুক্ত বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তুলতে দলমত নির্বিশেষে আমাদের সকলকে ভয়াল মাদকের বিরুদ্ধে কাজ করতে হবে। মেয়র সাদিক আবদুল্লাহ মাদকের পথ ছেড়ে দিয়ে যারা এর সাথে জড়িত আছেন তাদের সুস্থ ও স্বাভাবিক জীবনে ফিরে আসার আহবান জানিয়ে বলেন যারা মাদকের পথ ছেড়ে স্বাভাবিক জীবনে আসতে চাইবে তাদের সম্ভব সব ধরনের সহায়তা করা হবে। কিন্তু দলের নাম ভাঙ্গিয়ে অথবা প্রভাব বিস্তারের মাধ্যমে মাদক সেবন ও বিক্রির সাথে কেউ জড়িত থাকার চেষ্ঠা করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। মেয়র সাদিক আবদুল্লাহ মাদকের বিরুদ্ধে পুলিশকে জিরো টলারেন্স দেখিয়ে এর সাথে জড়িত কাউকে ছাড় না দেয়া আহবান জানিয়ে চলমান মাদক বিরোধী অভিযান আরো জোরদার করার আহবান জানান। শুভেচ্ছা স্মারক অনুষ্ঠানে বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপ কমিশনার (দক্ষিণ) মোয়াজেম হোসেন ভূইয়াসহ পুলিশের উর্ধ্বতন ও সিটি কর্পোরেশনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT