2:46 pm , September 1, 2019
নিজস্ব প্রতিবেদক ॥ নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগ বিক্রয় এবং বিক্রয়ের জন্য প্রদর্শন, মজুদের দায়ে নগরীর বাজার রোডের চার ব্যবসায়ীকে জরিমানা ও কারাদন্ড দেয়া হয়েছে। গতকাল রোববার বিকেলে এ অভিযান পরিচালনা করে পরিবেশ অধিদপ্তর। তাদের সহায়তা করে আর্মড ব্যাটালিয়ন (এপিবিএন) পুলিশের একটি দল। পরিবেশ অধিপ্তরের পরিচালক মো. আব্দুলহালিম ওই আদেশ দিয়েছেন। অভিযানে চার ব্যবসায়ীকে মোট এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। এছাড়াও চার ব্যবসায়ীকে এক মাস থেকে ৬ মাস করে কারাদন্ড দেয়া হয়েছে। এর মধ্যে মেসার্স নুর মদিনা ষ্টোরের আবু সালেক‘কে ২০ হাজার টাকা জরিমানা ও তিন মাসের কারাদন্ড দেয়া হয়েছে। জরিমানার অর্থ পরিশোধ না করলে আরো ২২ দিনের বিনাশ্রম কারাদন্ড ভোগ করতে হবে। দন্ডিত মেসার্স মীর ব্রাদার্সের কাঞ্চন মীরকে ৫০ হাজার জরিমানা ও ৬ মাসের কারাদন্ড দেয়া হয়। জরিমানার টাকা পরিশোধে ব্যর্থ হলে আরো ৪৫ দিনের বিনাশ্রম কারাদন্ড ভোগ করতে হবে। অপরদিকে, মেসার্স খান ব্রাদাসের মাহাতাব খান‘কে ১০ হাজার টাকা জরিমানা ও ১ মাসের বিনাশ্রম কারাদন্ড দেয়া হয়েছে। জরিমানা না দিলে তাকে আরো সাত দিনের কারাদন্ড ভোগ করতে হবে। এছাড়াও মেসার্স হারুন এন্টারপ্রাইজের মোঃ হারুন‘কে ২০ হাজার টাকা জরিমানা এবং ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড দেয়া হয়েছে। জরিমানা অনাদায়ে ২২ দিন বিনাশ্রম কারাদন্ড দেয়া হয়েছে তাকে।
এপিবিএন থেকে জানানো হয়, পরিবেশ সংরক্ষন আইন ১৯৯৫ (সংশোধন ২০১০) এর ধারায় ৬ ক (খ) মোতাবেক তাদের ওই জরিমানা ও কারাদন্ড দেয়া হয়েছে। এছাড়াও অভিযানে উদ্ধার করা পলিথিন ধ্বংস করা হয়েছে।