3:21 pm , August 31, 2019
নিজস্ব প্রতিবেদক ॥ বরিশাল সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ বলেছেন, আমার দাদা বাবারা যেভাবে দেশের মানুষের জন্য কাজ করেছেন, তারা যেভাবে দেশের উন্নয়ন করেছেন তাদের উত্তসুরী হয়ে আমিও আপনাদের পাশে থাকতে চাই। তাদের মত করেই আমি এই নগরী সহ দক্ষিণাঞ্চলবাসির উন্নয়নে নিজেকে উৎসর্গ করতে চাই। গতকাল শনিবার বরিশাল জেলা প্রশাসক আয়োজিত ‘শোকাবহ আগস্ট উপলক্ষ্যে দোয়া-মোনাজাত ও স্মৃতিচারণ আলোচনা অনুষ্ঠানে মুখ্য আলোচক এর বক্তৃতায় ১৫ই আগস্ট ভাই হারা বর্তমান সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ এ কথা বলেন।
তিনি বলেন, ১৫ আগস্ট আমি ছোট ছিলাম। তাই কোন স্মৃতিই জানা নেই। মায়ের কাছ থেকে যতটুকু শুনেছি তাই বুঝেছি। আমরা ভাই বোনের কখনই বাবার মুখ থেকে ১৫ আগস্টের সেই ভয়াল রাতের কথা শুনতে পারিনি। কখনো তার কাছ থেকে ইতিহাস শুনতে যাওয়ার দুঃসাহসও করিনি। কেননা তিনি বাবা-ভাই-বোন-সন্তান সহ স্বজনদের হারিয়ে যে ব্যথা বুকে ধারণ করে আছেন, তা আজো তাকে পিঁড়া দিচ্ছে।
পাশাপাশি দীর্ঘ বছর পরে হলেও এমন আয়োজন করায় বরিশাল জেলা প্রশাসন কর্তৃপক্ষকে শুভেচ্ছা জানিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন মেয়র সাদিক আবদুল্লাহ। তিনি বলেন, আজকের এই আয়োজনের কারনে বরিশালের মানুষ ১৫ই আগস্টের প্রত্যক্ষদর্শী এবং ভুক্তভোগীদের কাছ থেকে ভয়াল সেই রাতের সঠিক ইতিহাস জানতে পেরেছে। এটা ভবিষ্যৎ প্রজন্মের জন্যও একটি শিক্ষনীয় বিষয় হয়ে থাকবে বলে মন্তব্য করেন মেয়র।