পৃথক ঘটনার শিশু সহ চার লাশ উদ্ধার পৃথক ঘটনার শিশু সহ চার লাশ উদ্ধার - ajkerparibartan.com
পৃথক ঘটনার শিশু সহ চার লাশ উদ্ধার

3:07 pm , August 30, 2019

নিজস্ব প্রতিবেদক ॥ বরিশালে পৃথক ঘটনায় এক শিশু সহ চারজনের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। এদের মধ্যে দু’জন আত্মহত্যা, একজন সড়ক দুর্ঘটনা ও অপরজনের মৃতদেহ ডোবা থেকে উদ্ধার করা হয়েছে। বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতাল ও সংশ্লিষ্ট থানা থেকে এই তথ্য জানাগেছে।
মহানগরীর কাউনিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) জিহাদ জানান, বৃহস্পতিবার দিবাগত রাত ১টার দিকে কাউনিয়া মুকুন্দপট্টি এলাকায় নিজ ঘরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে গোলাম রাব্বি (১৮) নামের এক ট্রাক শ্রমিক। সে ওই এলাকার সেলিম মৃধার ছেলে।
খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে মৃতদেহ উদ্ধারের পর সুরতহাল শেষে ময়না তদন্তের জন্য শেবাচিম হাসপাতালের মর্গে প্রেরণ করে। তবে এখনো আত্মহত্যার কারণ জানতে পারেনি পুলিশ।
অপরদিকে শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে বরিশাল-ঢাকা মহাসড়কের রহমতপুর এলাকাধীন পল্লী বিদ্যুৎ সমিতি-২ সংলগ্ন একটি ডোবা থেকে সেরাজ মৃধা (৭০) নামের এক মানসিক ভারসাম্যহিন বৃদ্ধর লাশ উদ্ধার করা হয়েছে। মানসিক সমস্যার চিকিৎসা করাতে এসে গত ২৭ আগস্ট নিখোঁজ হয় সে। পরে স্থানীয় ও পুলিশের সহযোগিতায় শুক্রবার সকালে তার মৃতদেহ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন নিহতের ছেলে আনোয়ার হোসেন।
এদিকে বাকেরগঞ্জ উপজেলায় বরিশাল-পটুয়াখালী মহাসড়কের বোয়ালিয়া এলাকায় ট্রাকের চাপায় পিষ্ট হয়ে ব্যাটারি চালিত অটোভ্যানের যাত্রী শিশু সৌরভ মল্লিক (১২) নিহত হয়েছে। এই ঘটনায় আহত হয়েছে আরো দু’জন। নিহত সৌরভ ঝালকাঠির নলছিটি উপজেলার রাজনগর গ্রামের আব্দুল কুদ্দুস মল্লিক এর ছেলে।
বাকেরগঞ্জ থানা পুলিশ জানায়, দুর্ঘটনার পর পরই ঘাতক ট্রাক ও চালককে স্থানীয়দের সহযোগিতায় আটক করা সম্ভব হয়েছে। তাছাড়া মৃতদেহ ময়না তদন্তের জন্য শেবাচিম হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়। আহতদের হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
এছাড়া বিষপান করে আত্মহত্যার চেষ্টাকারী কবির খান (৪০) নামের এক ব্যক্তির শেবাচিম হাসপাতালে মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দিবাগত রাত ১২টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে বিষপান করে আত্মহত্যার চেষ্টা করা কবির খানকে ২৮ আগস্ট রাত ৮টার দিকে শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়।
নিহত কবির খান পটুয়াখালী’র দুমকী উপজেলার আঙ্গারিয়া গ্রামের মৃত আব্দুল লতিফ খানের ছেলে। পারিবারিক কলোহের জের ধরে কবির খান বৃহস্পতিবার বিকালে নিজ বাড়িতে বিষপান করে আত্মহত্যার চেষ্টা করে বলে জানিয়েছেন তার স্বজনরা।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT