3:12 pm , August 25, 2019

নিজস্ব প্রতিবেদক ॥ নগরীর ইউসেফ টেকনিক্যাল স্কুলের আয়োজনে আন্তর্জাতিক যুব দিসব ও ডেঙ্গু সচেতনতা বিষয়ক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার সকাল ১১টায় নগরীর কাশিপুর ইউসেফ টেকনিক্যালস্কুলে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। হেড অব টেকনিক্যাল স্কুল মো. সেলিম তারেক এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান।
এছাড়াও জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট সুব্রত বিশ^াস দাস, ইউসেফ টেকনিক্যাল স্কুলের সহকারী প্রোগ্রাম অফিসার মো. আফজাল হোসেন, সত্ত্বাধিকারী রিনা কটন, শিক্ষক নাজনীন নাহার রিনা সহ শিক্ষক, শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় অতিথিবৃন্দ যুব দিবস ও ইউসেফ স্কুলের বিভিন্ন দিক তুলে ধরে বক্তৃতা করেন। এছাড়া অনুষ্ঠানের শেষ ভাগে জেলা প্রশাসনের উদ্যোগে চলমান ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচির অংশ ডেঙ্গু প্রতিরোধে আমাদের করনিয় বিষয়ের উপর লিফলেট বিতরণ করা হয়।
এর আগে যুব দিবস উপলক্ষ্যে অনুষ্ঠানের শুরুতেই এক বর্ণাঢ্য র্যালী বের করা হয়। যার উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান। র্যালিটি কাশিপুরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ইউসেফ টেকনিক্যাল স্কুলে এসে শেষ হয়।