নগরীতে বর্ণাঢ্য আয়োজনে শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী উৎসব নগরীতে বর্ণাঢ্য আয়োজনে শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী উৎসব - ajkerparibartan.com
নগরীতে বর্ণাঢ্য আয়োজনে শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী উৎসব

3:12 pm , August 23, 2019

নিজস্ব প্রতিবেদক ॥ ধর্মীয় ভাবগাম্ভীর্য আর উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে বরিশালে পালিত হয়েছে সনাতন ধর্মাবলম্বিদের অন্যতম ধর্মীয় উৎসব শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী। গতকাল শুক্রবার (২৩ আগস্ট) সকাল থেকে মঙ্গল শোভাযাত্রা, পূজা অর্চনা এবং আলোচনা সভা সহ বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে দিনটিকে ঘিরে।
এর মধ্যে শুক্রবার সকাল ১১টায় নগরীর সদর রোডস্থ ধর্মরক্ষিনী সভা আয়োজিত আলোচনা সভার মধ্যে দিয়ে শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। ধর্মরক্ষিণী’র সভাপতি রাখাল চন্দ্র দে’র সভাপতিত্বে আলোচনা সভায় স্বাগত বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের উদ্বোধন করেন বিশিষ্ট সমাজ সেবক শিল্পপতি বিজয় কৃষ্ণ দে।
এছাড়াও অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- বরিশাল সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র গাজী নঈমুল হোসেন লিটু, ধর্মরক্ষিণী সভার সাধারণ সম্পাদক মৃনাল কান্তি সাহা, বরিশাল হরিভক্ত প্রচারণীর সভাপতি ডা. ভাস্কর সাহা, মহানগর পূজা উদযাপন কমিটির সভাপতি নারায়ন চন্দ্র দে নাড়–, সহ-সভাপতি ভানু লাল দে, সম্পাদক সুরঞ্জিৎ দত্ত লিটু, , জেলা পূজা কমিটির মানিক মূখার্জী কুডু প্রমুখ।
এসময় বক্তারা বলেন, অত্যাচার-অনাচারের কারণে পৃথিবীতে যখন ধর্ম, জাতি, বর্ণ ও সম্প্রদায়ের মধ্যে দ্বন্দ্বের সৃষ্টি হয়, তখন ভগবান শ্রী কৃষ্ণের আবির্ভাব ঘটে। এসময় তিনি দুষ্টের দমন করে সমাজে শান্তি ফিরিয়ে আনেন। তেমনি এদেশে যারা অরাজকতা সৃষ্টি করে সমাজের শান্তি-শৃঙ্খলা বিঘœ ঘটাতে চায়, তাদের বিরুদ্ধে রুখে দাড়ানোর আহ্বান জানান তারা।
আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে মঞ্চে উপস্থিত ছিলেন- বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) মোয়াজ্জেম হোসেন ভুঞা, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) খায়রুল আলম, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এ্যাডভোকেট দিলিপ কুমার ঘোষ প্রমুখ।
এদিকে উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভা পরবর্তী শ্রী কৃষ্ণের জন্মাষ্টমীতে মঙ্গল কামানায় এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রায় শোভা পায় শ্রী কৃষ্ণের জীবন্ত প্রতিকৃতি। অত্যাচারী রাজা ও শ্রী কৃষ্ণের মামা কংশ পরিত্রের জীবন্ত প্রতিকৃতি প্রদর্শিত হয়।
এছাড়াও শোভাযাত্রাটি বিভিন্ন বাদ্যযন্ত্র সহকারে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক ও প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তারা অংশগ্রহন করেন। তাছাড়া শোভাযাত্রা ও জন্মাষ্টমীকে ঘিরে নগরী আইন শৃঙ্খলা বাহিনীর নিরাপত্তার চাদরে ঢাকা ছিলো।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT