বরিশালে ত্রিমুখী সংঘর্ষে আহত-৮ বরিশালে ত্রিমুখী সংঘর্ষে আহত-৮ - ajkerparibartan.com
বরিশালে ত্রিমুখী সংঘর্ষে আহত-৮

2:54 pm , August 14, 2019

নিজস্ব প্রতিবেদক ॥ বরিশাল-ঢাকা মহাসড়কের উজিরপুর সোনার বাংলা নামক স্থানে প্রাইভেটকার, থ্রি-হুইলার (মাহেন্দ্র) ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষ হয়েছে। এতে থ্রি-হুইলার যাত্রী এবং মোটরসাইকেল চালক সহ ৮ জন গুরুতর আহত হয়েছে।আজ বুধবার (১৪ আগস্ট) সকালে এই ঘটনা ঘটে। আহত ৮ জনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে ভর্তি করা হয়েছে।তথ্যের সত্যতা নিশ্চিত করে উজিরপুর মডেল থানার অফিসার ইন-চার্জ (ওসি) শিশির কুমার পাল জানান, বরিশাল-ঢাকা মহাসড়কের সোনার বাংলা মোড়ে রাস্তার উপরে একটি মোটরসাইকেল ঘুরাচ্ছিলো।এসময় বরিশালগামী প্রাইভেটকার এসে ওই মোটর সাইকেলটিকে ধাক্কা দেয়। একই সময় পেছনে থাকা দ্রুত গতির থ্রি-হুইলার প্রাইভেট কারের পেছন থেকে ধাক্কা দেয়। এতে দুটি গাড়ির সামনে এবং পেছনের অংশ দুমড়ে মুচড়ে যায়।এছাড়া মাহেন্দ্র যাত্রী ও মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হলে তাদের উদ্ধার করে প্রথমে উপজেলা এবং পরে বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়। তবে মাহেন্দ্রা বা প্রাইভেট কারের চালক কাউকেই পাওয়া যায়নি বলে জানিয়েছেন ওসি।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT