2:54 pm , August 14, 2019
নিজস্ব প্রতিবেদক ॥ বরিশাল-ঢাকা মহাসড়কের উজিরপুর সোনার বাংলা নামক স্থানে প্রাইভেটকার, থ্রি-হুইলার (মাহেন্দ্র) ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষ হয়েছে। এতে থ্রি-হুইলার যাত্রী এবং মোটরসাইকেল চালক সহ ৮ জন গুরুতর আহত হয়েছে।আজ বুধবার (১৪ আগস্ট) সকালে এই ঘটনা ঘটে। আহত ৮ জনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে ভর্তি করা হয়েছে।তথ্যের সত্যতা নিশ্চিত করে উজিরপুর মডেল থানার অফিসার ইন-চার্জ (ওসি) শিশির কুমার পাল জানান, বরিশাল-ঢাকা মহাসড়কের সোনার বাংলা মোড়ে রাস্তার উপরে একটি মোটরসাইকেল ঘুরাচ্ছিলো।এসময় বরিশালগামী প্রাইভেটকার এসে ওই মোটর সাইকেলটিকে ধাক্কা দেয়। একই সময় পেছনে থাকা দ্রুত গতির থ্রি-হুইলার প্রাইভেট কারের পেছন থেকে ধাক্কা দেয়। এতে দুটি গাড়ির সামনে এবং পেছনের অংশ দুমড়ে মুচড়ে যায়।এছাড়া মাহেন্দ্র যাত্রী ও মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হলে তাদের উদ্ধার করে প্রথমে উপজেলা এবং পরে বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়। তবে মাহেন্দ্রা বা প্রাইভেট কারের চালক কাউকেই পাওয়া যায়নি বলে জানিয়েছেন ওসি।