তিন স্তরের নিরাপত্তায় ঈদের প্রধান জামাত সকাল সাড়ে ৮টায় তিন স্তরের নিরাপত্তায় ঈদের প্রধান জামাত সকাল সাড়ে ৮টায় - ajkerparibartan.com
তিন স্তরের নিরাপত্তায় ঈদের প্রধান জামাত সকাল সাড়ে ৮টায়

3:13 pm , August 10, 2019

নিজস্ব প্রতিবেদক ॥ তিন স্তরের নিরাপত্তার নগরীতে অনুষ্ঠিত হবে ঈদুল আজহার জামাত। নগরীর কেন্দ্রীয় হেমায়েতউদ্দিন ঈদগাহ ময়দানে ঈদের প্রধান জামাত সকাল সাড়ে ৮টায় অনুষ্ঠিত হবে। নামাজের ইমামের দায়িত্ব পালন করবেন স্টিমারঘাট জামে মসজিদের সানি ইমাম মাওলানা মো. শিহাব উদ্দিন। নগরীর বেশ কয়েকটি মসজিদে দু’টি করে ঈদের জামাত অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। দ্বিতীয় জামাতের মধ্যদিয়ে নগরীর সর্বশেষ ঈদের জামাত সকাল সাড়ে ৯টায় কেন্দ্রীয় জামে কসাই মসজিদ ও জামে এবায়েদুল্লাহ মসজিদে অনুষ্ঠিত হবে। এ মসজিদ দু’টিতে প্রথম ঈদের জামাত অনুষ্ঠিত হবে সকাল ৮টায়।
এছাড়া নগরীর জামে বায়তুল মোকাররম মসজিদ ও পুলিশ লাইনস জামে মসজিদে প্রথম জামাত সকাল ৮টায় এবং দ্বিতীয় জামাত সকাল ৯টায় অনুষ্ঠিত হবে। অপরদিকে নরিয়া স্কুল ঈদগাহ ময়দানে সকাল সাড়ে ৭টায় এবং দ্বিতীয় জামাত সকাল সোয়া ৮টায় অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন জাতীয় ইমাম সমিতি বরিশাল মহানগরের সভাপতি মাওলানা কাজী আবদুল মান্নান। নগরীর জেলগেট জামে মসজিদ, ল’কলেজ জামে মসজিদ, মেডিক্যাল কলেজ জামে মসজিদে সকাল সাড়ে ৭টায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে। এরপর সকাল ৮টায় নগরীর পাওয়ার হাউজ জামে মসজিদ, সাগরদী জামে মসজিদ, কালিজিরা কেন্দ্রীয় জামে মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হবে। সকাল সাড়ে ৮টায় ব্রাউন কম্পাউন্ড জামে মসজিদ, পোর্ট রোড জামে মসজিদ ও ফকির বাড়ি জামে মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হবে। সকাল সাড়ে ৮টায় বরিশাল সদরের চরমোনাই মাদ্রাসা প্রাঙ্গণে ও পিরোজপুরের নেছারাবাদ ঈদগাহ ময়দানে বৃহৎ জামাত অনুষ্ঠিত হবে। পাশাপাশি উজিরপুর উপজেলার গুঠিয়ায় বায়তুল আমান জামে মসজিদে সকাল ৮টায় ঈদের আরও একটি বৃহৎ জামাত অনুষ্ঠিত হবে। এদিকে, ঈদের দিন বৃষ্টি হলে ঈদগাহ ময়দানে নামাজ আদায় করতে সমস্যা হলে স্ব-স্ব মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হবে। ঈদের জামাতকে ঘিরে পুরো বরিশাল জুড়ে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। এতে পুলিশের বিভিন্ন ইউনিটের পাশাপাশি র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরা নিয়োজিত থাকবে।
বরিশাল সিটি করপোরেশনের (বিসিসি) জনসংযোগ কর্মকর্তা বেলায়েত হাসান বাবলু বলেন, বিসিসির মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহর নির্দেশে সিটি করপোরেশনের উদ্যোগে বৈরী আবহাওয়ার কথা মাথায় রেখে নগরীর বান্দরোডের কেন্দ্রীয় ঈদগাহ ময়দানের সব প্রস্তুতি প্রায় শেষের দিকে। মেয়র নিজেই ঈদগাহর প্রস্তুতিমূলক কার্যক্রম পর্যবেক্ষণ করছেন। এখানে প্রতিবছরের ন্যায় বর্তমান ও সাবেক সংসদ সদস্য, সিটি মেয়র, বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসকসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, মুক্তিযোদ্ধা, সাংবাদিক ও সুশীল সমাজের নেতারা উপস্থিত থাকবেন।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT