ডেঙ্গু প্রতিরোধে নগরীসহ জেলায় মাসব্যাপী মশক নিধন অভিযান উদ্বোধন ডেঙ্গু প্রতিরোধে নগরীসহ জেলায় মাসব্যাপী মশক নিধন অভিযান উদ্বোধন - ajkerparibartan.com
ডেঙ্গু প্রতিরোধে নগরীসহ জেলায় মাসব্যাপী মশক নিধন অভিযান উদ্বোধন

3:12 pm , August 7, 2019

নিজস্ব প্রতিবেদক ॥ ডেঙ্গু প্রতিরোধ কার্যক্রমের অংশ হিসেবে বরিশাল সিটি সহ ১০ উপজেলায় এক যোগে পরিস্কার-পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান পরিচালিত হয়েছে। গতকাল বুধবার সকাল ১০টায় বরিশাল সিটি মেয়র ও জেলা প্রশাসক এই কর্মসূচির উদ্বোধন করেন। এর আগে জেলাব্যাপী এক যোগে পরিস্কার-পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান সফল করার লক্ষ্যে নগরীর নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় একটি সচেতনতামুলক র‌্যালি বের করা হয়।
র‌্যালিতে বরিশাল সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ, বরিশাল জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান, বরিশাল সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব সাইদুর রহমান রিন্টু, উপজেলা নির্বাহী কর্মকর্তা উর্মী ভৌমিক, বরিশাল সিটি কর্পোরেশনের প্যানের মেয়র গাজী নইমুল হোসেন লিটু প্রমুখ অংশ নেয়।পরে নথুল্লাবাদ বাস টার্মিনাল এলাকায় ফগার মেশিন দিয়ে ওষুধ ছিটিয়ে এবং ঐতিহ্যবাহী জেল খাল পরিস্কার-পরিচ্ছন্নতা ও মধ্যে দিয়ে জেলা ব্যাপি ডেঙ্গু প্রতিরোধক অভিযানের উদ্বোধন করেন মেয়র এবং জেলা প্রশাসক।জেলাব্যাপী এক যোগে পরিস্কার-পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযানে বরিশাল সিটি কর্পোরেশনের ৩০টি ওয়ার্ডের কাউন্সিলর, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মী, জেলা প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তা, বিএনসিসি, স্কাউট, রোভার স্কাউট্স, গালার্স গাইড, বিভিন্ন এনজিও প্রতিনিধি সহ সকল শ্রেণি পেশার মানুষ অংশগ্রহন করেন।এদিকে সকালে একই সময় বরিশালের ৬টি পৌরসভা ও ১০টি উপজেলায় এক যোগে কর্মসূচির উদ্বোধন করা হয়। স্ব স্ব পৌরসভা ও উপজেলা প্রশাসনের পৃথক উদ্যোগে পরিস্কার-পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান অনুষ্ঠিত হয়।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT