কাশিপুরে ট্রাক টার্মিনালে বালু চাপা চালকের জবাই করা লাশ উদ্ধার কাশিপুরে ট্রাক টার্মিনালে বালু চাপা চালকের জবাই করা লাশ উদ্ধার - ajkerparibartan.com
কাশিপুরে ট্রাক টার্মিনালে বালু চাপা চালকের জবাই করা লাশ উদ্ধার

3:15 pm , August 2, 2019

নিজস্ব প্রতিবেদক ॥ নগরীতে নিখোঁজের এক দিন পরে বালু চাপা দেয়া ট্রাক চালকের লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল শুক্রবার সন্ধ্যায় ট্রাক চালক মো. উজ্জল’র (২৪) লাশ উদ্ধার করা হয়েছে। নগরীর কাশিপুর হাইস্কুল এন্ড কলেজ সংলগ্ন নির্মানাধিন শহীদ আব্দুর রব সেরনিয়াবাত ট্রাক টার্মিনালের বালুর মধ্যে চাপা দেয়া অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়। নিহত শ্রমিক উজ্জল নগরীর গড়িয়ারপার এলাকার গোলাম মোস্তাফার ছেলে এবং পিকআপ ভ্যান চালক। সে তার ভাই বোনদের মধ্যে মেঝ। তথ্যের সত্যতা নিশ্চিত করে নিহতের মা পারভিন বেগম জানান, বৃহস্পতিবার সকালে বাসা থেকে বের হয় উজ্জল। সে কাশিপুর নির্মানাধীন ট্রাক টার্মিনালে পিকআপের কাজ করছিলো। এজন্য দুপুরে বাসায় যায়নি উজ্জল। পারভিন বেগম বলেন, আসতে দেরি দেখে সর্বশেষ বৃহস্পতিবার রাত ৯টার দিকে উজ্জলের সাথে মুঠোফোনে তার কথা হয়। এসময় অল্প সময়ের মধ্যেই সে বাসায় ফেরার কথা বলে। পরে রাত ১০টার দিকে পুনরায় ফোন করা হলে উজ্জলের মোবাইল নম্বরটি বন্ধ পান। সেই থেকেই নিখোঁজ ছিলো উজ্জল।
এদিকে শুক্রবার দুপুর পর্যন্ত উজ্জলের কোন খোঁজ না পেয়ে বিকালে তার সন্ধানে বের হয় পরিবারের সদস্যরা। এসময় কাশিপুর ট্রাক টার্মিনাল ভবনে গিয়ে তার একটি জুতা পড়ে থাকতে দেখেন তারা। এর কিছু দুরে আরো একটি জুতা পড়ে থাকতে দেখে সন্দেহ হয়। এজন্য তারা ট্রাক টার্মিনালের অভ্যন্তরে থাকা কাশবনের মধ্যে গিয়ে এলোমেলো ও বালু খোদাই করা দেখতে পান। সন্দেহ করে বালু উত্তোলন করার সময় একটি হাত বেরিয়ে আসে। পরে তারা টহল পুলিশ ডেকে বালু উত্তোলন করে করে উজ্জলের জবাই করা মৃতদেহ উদ্ধার করা হয়। এ বিষয়ে মহানগরীর এয়ারপোর্ট থানার অফিসার ইন-চাজ (ওসি) মাহাবুবুর রহমান বলেন, উজ্জলের মৃতদেহ একটি কাথায় মোড়ানো অবস্থায় বালু চাপা দিয়ে রাখা হয়েছিলো। তাছাড়া মৃতদেহ উদ্ধারের পরে দেখা যায় তাকে জবাই করে হত্যা করা হয়েছে। তবে কারা এবং কি কারনে এই হত্যাকান্ড তা এখনো জানা যায়নি। ওসি বলেন, মৃতদেহ উদ্ধার করে সুরতহাল শেষে ময়না তদন্তের জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। শনিবার সকালে তার মৃতদেহের ময়না তদন্ত করা হবে। তাছাড়া ঘটনার রহস্য উদঘাটনের পাশাপাশি জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT