ববি আবাসিক হলের শিক্ষার্থীদের বাড়ছে ডেঙ্গু ভীতি ববি আবাসিক হলের শিক্ষার্থীদের বাড়ছে ডেঙ্গু ভীতি - ajkerparibartan.com
ববি আবাসিক হলের শিক্ষার্থীদের বাড়ছে ডেঙ্গু ভীতি

2:57 pm , July 29, 2019

ইমরুল কায়েস, ববি ॥ বরিশাল বিশ্ববিদ্যালয়ের তিনটি আবাসিক হলের শিক্ষার্থীদের মাঝে ডেঙ্গু আতঙ্ক ছড়িয়ে পড়েছে। স্বাভাবিকভাবে ঠান্ডা জ্বর মাথা ব্যথায় ভুগছেন অনেকেই। যার ফলে এ আতঙ্ক ছড়িয়ে পড়েছে অভিভাবকদের মাঝেও। শেরে-ই বাংলা হল সংলগ্ন পঁচা পানির ডোবা, বঙ্গবন্ধু হলের পিছনে ময়লার ভাগার, ক্যান্টিনের আবর্জনা রাস্তার পাশে আটকে থাকা আর শেখ হাসিনা হলের দুই পাশে অব্যবহৃত জলাশয়ে সৃষ্ট মশার প্রাদুর্ভাব ক্যাম্পাসে এক আতঙ্কের নাম ডেঙ্গু। পুরো ক্যাম্পাসহ হলগুলোর চার পাশে ঝোপঝাড়। ক্যাম্পাসে নেই কোন ড্রেনেজ ব্যবস্থা। বৃষ্টি হলেই জলাবদ্ধতায় চারপাশের নালা-নর্দমায় জমে থাকা পানিতে এডিস মশার প্রজনন ক্ষমতা বৃদ্ধি পায়। মশার এত উপদ্রব যে দিনের বেলায়ও এর আক্রমণ থেকে রক্ষা পাওয়া যায় না। সন্ধ্যা নামার সঙ্গে সঙ্গে পুরো ক্যাম্পাসে মশার রাজত্ব ছড়িয়ে পড়ে। হলগুলো ও এর আশে পাশে পরিষ্কার-পরিচ্ছন্নতার অভাবে মশাতঙ্কে শিক্ষার্থীরা। ডেঙ্গু ও ম্যালেরিয়াসহ মশাবাহিত নানা রোগে আক্রান্ত হচ্ছেন তারা।
প্রায়ই জ্বর নিয়ে অনেক শিক্ষার্থী চিকিৎসার জন্য বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে যাচ্ছে। কিন্তু পর্যাপ্ত সুযোগ-সুবিধা না থাকায় অনেকেই বাইরের মেডিকেলে গিয়ে পরীক্ষা করাচ্ছেন।
বঙ্গবন্ধু হলের শিক্ষার্থী অনুপ বলেন, ক্যাম্পাসে ভয়াবহ অবস্থা ধারণ করেছে মশা। প্রশাসনের গাফিলতি ও পর্যাপ্ত মশক নিধন কার্যক্রম চালু না রাখার ফলে মশার প্রজনন বাড়ছে। এর দায় সম্পূর্ণ হল প্রশাসনের।
শেরে-ই বাংলা হলের প্রভোস্ট ইব্রাহীম মোল্লা জানান, মশা নিধন কর্মসূচী বিশ্ববিদ্যালয় প্রশাসন নিবে। তারা পদক্ষেপ নিলে আমরা বাস্তবায়ন করবো।
বঙ্গবন্ধু হলের প্রভোস্ট রাহাত হোসাইন ফয়সাল বলেন, পরিস্কার পরিচ্ছন্নতার জন্য হলে অলরেডি ইন্সট্রাকসন দিয়েছি।
বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার ও দায়িত্বপ্রাপ্ত ভিসি প্রফেসর ড. একে এম মাহবুব হাসান বলেন, মশা নিধনের ওষুধ ও মেশিন কেনার জন্য খোঁজ খবর নিচ্ছি।ওষুধ পেলে মেশিন দিয়ে হলের চারপাশে দিয়ে দেয়া হবে। পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম বাড়ানোর নির্দেশনা দেয়া হয়েছে। ডেঙ্গু প্রাদুর্ভাব মোকাবিলায় সর্বাত্মক প্রয়াস থাকবে

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT