শেবাচিম হাসপাতালের নিলামের মালামাল ওজনে কম দেখিয়ে আত্মসাতের চেষ্টার অভিযোগ শেবাচিম হাসপাতালের নিলামের মালামাল ওজনে কম দেখিয়ে আত্মসাতের চেষ্টার অভিযোগ - ajkerparibartan.com
শেবাচিম হাসপাতালের নিলামের মালামাল ওজনে কম দেখিয়ে আত্মসাতের চেষ্টার অভিযোগ

3:42 pm , July 28, 2019

নিজস্ব প্রতিবেদক ॥ শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে ওজনে কম দেখিয়ে নিলামের মালামাল আত্মসাত চেষ্টার অভিযোগ উঠেছে ঠিকাদারের বিরুদ্ধে। আর এ কাজে সহযোগিতা করেছেন হাসপাতালের প্রশাসনিক কর্মকর্তা সহ দু’জন। এমন অভিযোগের প্রমান পেয়ে তাৎক্ষনিকভাবে নিলাম কার্যক্রম স্থগিত করে দিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ। গতকাল রোববার দুপুরের দিকে এই ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, গত ১৫ জুলাই শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালের পুরাতন মালামাল নিলাম টেন্ডার হয়। এতে সর্বোচ্চ দরদাতা হিসেবে লৌহজাত মালামাল নিলাম আদেশ পান নগরীর বাংলাবাজার এলাকার আর্শেদ আলী কন্ট্রাকটর গলি এলাকার মো. আলিম নামক ঠিকাদার।
হাসপাতালের প্রশাসনিক শাখা সূত্রে জানাগেছে, বাজারে লৌহযাত পুরানো মালামালের কেজি ২২ থেকে ৩০ টাকা পর্যন্ত। কিন্তু আলিম নামের ওই ব্যক্তি প্রতিযোগিতা করে ৪৭ টাকা দরে নিলাম পেয়েছেন। ভ্যাট সহ তার মূল্য দাড়ায় ৫২ টাকার উপরে। তাই লোকসান এড়াতে ওজনে চুড়ির পরিকল্পনা করেন ওই ঠিকাদার।
সূত্র জানিয়েছে, নিলাম পরবর্তী মালামাল বন্টনের দায়িত্ব দেয়া হয় হাসপাতালের প্রশাসনিক কর্মকর্তা এবং অপর অফিস সহকারী মো. ইউনুসকে। তারা দু’জন দাড়িয়ে থেকেই নিলামালের মালামাল ট্রাকে তুলে দিচ্ছিলেন। ঠিক সেই মুহুর্তে হাসপাতালের অন্যান্য কয়েকজন কর্মচারী এবং ঠিকাদারের লোকেরা তাদের ওজনে দুর্নীতি ধরে ফেলেন।
তারা বলেন, লৌহজাত দ্রব্য পরিমাপের জন্য যে জন্ত্রটি এনেছেন তার নীচে ২০ কেজি ওজনের একটি চুম্বক লাগানো ছিলো। ফলে প্রতি পাল্লায় চোরাই ভাবে ২০ কেজি করে বার্তি মালামাল নিয়ে যাচ্ছিলো আলিম নামের ব্যবসায়ী। যাতে সহযোগিতা করছিলেন প্রশাসনিক কর্মকর্তা ও অপর অফিস সহকারী।
এদিকে ওজনে চুরির বিষয়টি অন্যান্য কর্মচারীদের মাধ্যমে অবহত হন হাসপাতালের পরিচালক ডা. মো. বাকির হোসেন। তাৎক্ষনিকভাবে তিনি নিলামের মালামাল হস্তান্তর কার্যক্রম বন্ধ করে দেন। শুধু তাই নয়, ব্যবসায়ীকে অনৈতিক কাজে সহযোগিতাকারী প্রশাসনিক কর্মকর্তা ও তৃতীয় শ্রণির ওই কর্মচারীকে শাস্তির আওতায় আনার পরিকল্পনাও পরিচালক গ্রহন করেছেন বলে জানাগেছে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT