নগরী থেকে ৮ টন পলিথিন শপিং ব্যাগ সহ ট্রাক জব্দ নগরী থেকে ৮ টন পলিথিন শপিং ব্যাগ সহ ট্রাক জব্দ - ajkerparibartan.com
নগরী থেকে ৮ টন পলিথিন শপিং ব্যাগ সহ ট্রাক জব্দ

3:10 pm , July 23, 2019

নিজস্ব প্রতিবেদক ॥ নগরীতে অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত বিপুল পরিমান অবৈধ পলিথিনের শপিং ব্যাগ জব্দ করেছে পরিবেশ অধিদপ্তর। গতকাল মঙ্গলবার (২৩ জুলাই) সকালে বরিশাল নগরীর চকবাজার এলাকায় পরিবেশ অধিদপ্তর বরিশাল বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক আরেফিন বাদলের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। এসময় ওই এলাকা থেকে একটি ট্রাক, একটি ভ্যানগাড়ি ভর্তি ও বিভিন্ন গুদাম থেকে ৮ টন নিষিদ্ধ পলিথিন শপিং ব্যাগ জব্দ করেন তারা। তবে অভিযানের বিষয়টি টের পেয়ে ট্রাক চালক ও তার সহকারী পালিয়ে যায়। পরিবেশ অধিদপ্তর বরিশাল বিভাগীয় উপ-পরিচালক আরেফিন বাদল জানান, গোপন সংবাদের ভিত্তিতে সকাল ৬টার দিকে ওই এলাকায় অভিযান পরিচালনা করেন। এসময় আনলোড অবস্থায় পলিথিন শপিং ব্যাগ ভর্তি ট্রাকটি পান। পরে পাশর্^বর্তী একটি গলির মধ্যে থাকা অপর একটি গুদাম থেকেও বেশ কয়েক বস্তা পলিথিন শপিং ব্যাগ পাওয়া যায়। তবে ট্রাকের মালিক বা গুদামের মালিক কে সে বিষয়ে স্থানীয়দের কাছ থেকে কোন তথ্য পাওয়া যায়নি। যে কারনে পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আব্দুল হালিম এর উপস্থিতিতে পলিথিন ভর্তি একটি ট্রাক ও ভ্যানগাড়িটি জব্দ করা হয়েছে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT