সার্জেন্ট কিবরিয়ার ঘরে চুরির ঘটনায় মামলা সার্জেন্ট কিবরিয়ার ঘরে চুরির ঘটনায় মামলা - ajkerparibartan.com
সার্জেন্ট কিবরিয়ার ঘরে চুরির ঘটনায় মামলা

3:12 pm , July 20, 2019

নিজস্ব প্রতিবেদক ॥ কাভার্ডভ্যানের চাপায় নিহত সার্জেন্ট এসএম গোলাম কিবরিয়া মেকেল এর বাড়ি ঘরে চুরির ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। প্রয়াত সার্জেন্ট কিবরিয়ার স্ত্রী ট্রাফিক সার্জেন্ট মৌসুমী আক্তার বাদী হয়ে মামলাটি দায়ের করেন। মামলায় ঘরের আলমিাা ভেঙে নগদ এক লাখ ৮০ হাজার টাকা চুরি হয়েছে বলে উল্লেখ করা হয়েছে। তবে মামলায় কোন নামধারী আসামী নেই। অজ্ঞাত আসামী করা হয়েছে মামলার এজাহারে। কোতয়ালী মডেল থানার অফিসার ইন-চার্জ (ওসি) মো. নুরুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন। তবে ঘটনার দু’দিন অতিবাহিত হলেও চুরির সাথে জড়িত দুর্বৃত্তদের খুঁজে বের করতে পারেনি পুলিশ। পুলিশ জানিয়েছে, সার্জেন্ট গোলাম কিবরিয়া মিকেলকে যমুনা গ্রুপের কাভার্ডভ্যানে চাপা দিয়ে হত্যা করেছে। তার মৃত্যুতে স্ত্রী-সন্তান সহ স্বজনরা সবাই পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার সুবিদখালী গ্রামে অবস্থান করছিলেন। তাই নগরীর মুন্সি গ্যারেজ এলাকায় সার্জেন্ট দম্পতি কিবরিয়া-মৌসুমের ঘর তালাবদ্ধ ছিলো। সেই সুযোগে শুক্রবার জুমা নামাজের সময় দুর্বৃত্তরা তৃতীয় তলার ফ্লাটের প্রধান দরজার হ্যাজবুল ভেঙে ঘরে ঢোকে। পরে আলমিরা তছনছ করে ভেতরে থাকা ১ লাখ ৮০ হাজার টাকা নিয়ে যায় তারা। ওসি বলেন, সার্জেন্ট মৌসুমী শ^শুর বাড়িতে থাকায় শুক্রবার এই ঘটনায় মামলা হয়নি। তবে শনিবার তিনি আসার পরে মডেল থানায় মামলা রুজু হয়েছে। পাশাপাশি আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT