জেএসসিতে বরিশাল বোর্ডে সেরা বরগুনা, পেছনে ঝালকাঠি জেএসসিতে বরিশাল বোর্ডে সেরা বরগুনা, পেছনে ঝালকাঠি - ajkerparibartan.com
জেএসসিতে বরিশাল বোর্ডে সেরা বরগুনা, পেছনে ঝালকাঠি

3:00 pm , December 31, 2019

নিজস্ব প্রতিবেদক ॥ জেএসসি পরীক্ষার ফলাফলে ভোলা জেলাকে পেছনে ফেলে বোর্ড সেরা হয়েছে বরগুনা জেলা। গত বছর ফলাফল সাফল্যে দ্বিতীয় অবস্থানে ছিলো এ জেলাটি। আর প্রথম স্থানে ছিলো ভোলা জেলা। এ বছর শেষ অবস্থানে রয়েছে ঝালকাঠি জেলা। বরিশাল বোর্ডের জেএসসি’র পরিসংখ্যানে জানাগেছে, ‘জেএসসি’র শীর্ষ অবস্থানে থাকা বরগুনা জেলায় পাশের হার ৯৯ দশমিক ১৮ ভাগ। আর শেষ অবস্থানে থাকা ঝালকাঠি জেলায় পাশের হার ৯৫ দশমিক ৯ ভাগ। শীর্ষে থাকা বরগুনা জেলা থেকে ১৮৭স্কুলের ১১ হাজার ৭৯৬ জন পরীক্ষার্থী অংশগ্রহন করে। যার মধ্যে ছেলে ৫ হাজার ৫১৭ ও মেয়ে ৬ হাজার ২৭৯ জন। পাশ করেছে ১১ হাজার ৫৮১জন। যারমধ্যে ছেলে ৫ হাজার ৩৯৩ ও মেয়ে ৬ হাজার ১৮৮ জন। এ জেলায় মোট জিপিএ-৫ পেয়েছে ৫৩৬ জন, যার মধ্যে ১৬৮ জন ছেলে এবং ৩৭৮ শত জন মেয়ে। দ্বিতীয় অবস্থানে থাকা ভোলা জেলায় পাশের হার ৯৭ দশমিক ৮২ ভাগ। এ জেলায় ২৮৪টি বিদ্যালয়ের ২১ হাজার ১৫৫ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহন করে। এদের মধ্যে পাশ করছে ২০ হাজার ৬৯৪ জন। যার মধ্যে ৯ হাজার ৪৯৪ জন ছেলে এবং ১১ হাজার ২ শত জন মেয়ে। এ জেলায় মোট জিপিএ-৫ পেয়েছে ৭৭৫ জন। তৃতীয় অবস্থানে থাকা বরিশাল জেলায় পাশের হার ৯৭ দশমিক ১৫ ভাগ। এ জেলার ৪৬২টি বিদ্যালয় থেকে পরীক্ষায় অংশ নেয় ৩৬ হাজার ৪৪৩ জন শিক্ষার্থী। এর মধ্যে থেকে পাশ করেছে ৩৫ হাজার ৮৩০জন। যার মধ্যে ১৬ হাজার ৫১ জন ছেলে এবং ১৯ হাজার ৭৭৯ জন মেয়ে। এ জেলায় জিপিএ-৫ পেয়েছে মোট ২ হাজার ১৪৫ জন পরীক্ষার্থী। চতুর্থ স্থানে থাকা পটুয়াখালী জেলায় পাশের হার ৯৭ দশমিক ১৪ ভাগ। এ জেলার ৩০৫টি বিদ্যালয় থেকে পরীক্ষায় অংশ নেয় ২০ হাজার ১২৫ জন। যাদের মধ্যে পাশ করেছে ১৯ হাজার ৫৪৯ জন। এর মধ্যে ৯ হাজার ৫০৯ জন ছেলে এবং ১০ হাজার ৪০ জন মেয়ে। এ জেলায় মোট জিপিএ-৫ পেয়েছে ৬৪৭ জন। পঞ্চম অবস্থানে থাকা পিরোজপুর জেলায় পাশের হার ৯৫ দশমিক ৯২ ভাগ। এ জেলার ২৭৮টি বিদ্যালয় থেকে অংশ নেয় ১৪ হাজার ২৭৭ জন পরীক্ষার্থীর মধ্যে পাশ করেছে ১৩ হাজার ৬৯৫ জন। যার মধ্যে ৫ হাজার ৯৪৩ জন ছেলে এবং ৭ হাজার ৭৫২ জন মেয়ে। এ জেলায় জিপিএ-৫ পেয়েছে মোট ৫৬৪ জন পরীক্ষার্থী। এছাড়া সব থেকে পিছিয়ে পড়া ঝালকাঠি জেলায় এবার পাশের হার ৯৫ দশমিক ৯ ভাগ। এ জেলার ১৯৮টি বিদ্যালয় থেকে মোট ৯ হাজার ৭৪৯ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহন করে। এর মধ্যে পাশ করেছে ৯ হাজার ২৭০ জন। যার মধ্যে ছাত্র ৪ হাজার ১৩১ জন ও ও ছাত্রীরা পাশ করেছে ৫ হাজার ১৩৯ জন। এ জেলায় জিপিএ-৫ পেয়েছে মোট ২৮১ জন।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT