নদী রক্ষায় প্রয়োজনে সেনাবাহিনীর সহায়তা নেয়া হবে -কমিশনের চেয়ারম্যান নদী রক্ষায় প্রয়োজনে সেনাবাহিনীর সহায়তা নেয়া হবে -কমিশনের চেয়ারম্যান - ajkerparibartan.com
নদী রক্ষায় প্রয়োজনে সেনাবাহিনীর সহায়তা নেয়া হবে -কমিশনের চেয়ারম্যান

2:57 pm , December 24, 2019

নিজস্ব প্রতিবেদক ॥ জাতীয় নদী রক্ষা কমিশনের চেয়ারম্যান ড. মুজিবুর রহমান হাওলাদার বলেছেন, যে কোনো মূল্যে অবৈধ দখলদারদের হাত থেকে নদী রক্ষা করা হবে, প্রয়োজনে সেনাবাহিনীর সহায়তা নেয়া হবে। গতকাল মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসন এর সভা কক্ষে জেলা নদী রক্ষা কমিটির সভায় বক্তৃতা করেন তিনি। এ সময় তিনি আরো বলেন, নদী দখলকারী যত শক্তিশালী হননা কেন কাউকে ছাড় দেয়া হবে না। উন্নয়ন এবং ভবিষ্যত প্রজন্মের জন্য নদী রক্ষা জরুরী। নদীর জায়গা নদীরই থাকবে। আর নদী রক্ষার ব্যয় নির্ধারণ করে তা যথাযথ স্থানে দ্রুত পাঠানোর জন্য জেলা প্রশাসকদের প্রতি আহবান জানান জাতীয় নদী রক্ষা কমিশনের চেয়ারম্যান। চেয়ারম্যান এসময় আরো বলেন, বরিশালের কীর্তনখোলা নদীসহ জেলার প্রায় ২০ টি নদ-নদীর দুপাশ, তীরবর্তী ও চর এলাকা সহ নদীর নিজস্ব জমি দখল দিয়ে স্থাপনা তৈরি করে ভোগ করছে ২ হাজার ২৬৮ জন দখলদার। এসব স্থানে সরকারী প্রতিষ্ঠান চিহ্নিত না হলেও ব্যক্তিমালিকানা স্থাপনা তৈরি করেই ভোগ দখল করছে তারা। তবে দখলদাররা যতই বড় ক্ষমতাদার হউক না কেন কাউকেই কোন ছাড় দেয়া হবে না বলেও কঠোর হুশিয়ারী দিয়েছেন জাতীয় নদী রক্ষা কমিশনের চেয়ারম্যান ড মুজিবুর রহমান হাওলাদার । চেয়ারম্যান বলেন, নদীর জমি সিএস পর্চা অনুয়ায়ী উদ্ধার ও দখলমুক্ত করা হবে। উচ্ছেদ অভিযানে প্রশাসনের পাশাপাশি পুলিশ, বর্ডার গার্ড, র‌্যাব সহ অন্যান্য আইন-শৃঙ্গলা বাহিনী সহযোগিতা করবে। কবে কীর্তনখোলা নদী এলাকায় দখলদারদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হবে? এমন প্রশ্নের জবাবে বরিশালের জেলা প্রশাসক এস এম অজিয়র রহমান বলেন, যারা নদীর নিজস্ব জমি দখল করে স্থাপনা তৈরি করছে তাদের বিরুদ্ধে সারা বছরই অভিযান চলমান রয়েছে। তবে নদীর সিএস পর্চা অনুয়ায়ী বিআইডব্লিউটিএ নদীর সীমানা নির্ধারণ করার পর চূড়ান্ত ভাবে দখলদারদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করবে জেলা প্রশাসন । জেলা প্রশাসন আয়োজিত জেলা নদী রক্ষা কমিটির সভায় জেলা প্রশাসক এসএম অজিয়র রহমানের সভাপতিত্বে জাতীয় নদী রক্ষা কমিশনের সার্বক্ষনিক সদস্য মোঃ আলাউদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক শহীদুল ইসলাম, বরিশাল জেলা আওয়ামী লীগের সহ সভাপতি মো: হোসেন চৌধুরী, আওয়ামী লীগ নেতা রইচ সেরনিয়াবাত, জেলা সমাজসেবা অফিসের উপ পরিচালক আল মামুন তালকুদার, জেলা ত্রান ও পুনর্বাসন কর্মকর্তা মো: আব্দুল লতিফ প্রমূখ উপস্থিত ছিলেন। এদিকে জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, বরিশাল জেলার ১০ উপজেলার নদীর সার্বিক চিত্র ও দখলদারদের তালিকা প্রনয়ন করেছে জেলা প্রশাসন । এর মধ্যে বরিশাল সদর উপজেলায় ২৭৪ জন, আগৈলঝাড়ায় ১ হাজার ১১৯ জন, গৌরনদীতে ২৭৩ জন, উজিরপুরে ৭০ জন, বানারীপাড়ায় ৮৮ জন, বাবুগঞ্জে ৫৬ জন, মুলাদীতে ১০৯ জন, হিজলায় ২১ জন, মেহেন্দিগঞ্জে ৭৩ জন, বাকেরগঞ্জে ১৮৫ জনসহ ২ হাজার ২৬৮ জন দখলদার নদীগুলো গিলে খাচ্ছে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT