বিনামূল্যে প্রশিক্ষনের বিষয়ে অবহিতকরন কর্মশালা অনুষ্ঠিত বিনামূল্যে প্রশিক্ষনের বিষয়ে অবহিতকরন কর্মশালা অনুষ্ঠিত - ajkerparibartan.com
বিনামূল্যে প্রশিক্ষনের বিষয়ে অবহিতকরন কর্মশালা অনুষ্ঠিত

2:47 pm , December 4, 2019

নিজস্ব প্রতিবেদক ॥ সরকারী ভাবে বিনা মূল্যে প্রশিক্ষনের বিষয়ে সামাজিক প্রচার অভিযানের অংশ হিসাবে উপজেলা পর্যায়ে অবহিত করন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সকালে বরিশাল সদর উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন প্রকল্পটির সহকারী প্রকল্প পরিচালক (অর্থ মন্ত্রনালয়ের উপ সচিব) মোহাম্মদ ওয়ালীদ হোসেন। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোশারেফ হোসেন’র সভাপতিত্বে কর্মশালায় জানানো হয় সরকার এই প্রকল্পের মাধ্যমে শিক্ষত অর্ধশিক্ষিত বেকার যুবক যুবতীদের সরকারী ও বেসরকারী নানা প্রতিষ্ঠানের মাধ্যমে বিনা মূল্যে বিভিন্ন ট্রেডে প্রশিক্ষন দিয়ে থাকে। প্রশিক্ষন শেষে নির্দিষ্ট ভাতা ও আন্তর্জাতিক মানের সনদ বিতরন করে থাকে। কর্মশালা থেকে ১ থেকে ৪৫ বছর বয়সী বেকারদের এসব প্রতিষ্ঠানে এসে প্রশিক্ষন গ্রহনের আহবান জানানো হয়। কর্মশালায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সদর উপজেলা ভাইস চেয়ারম্যান এ্যাড. মাহবুবুর রহমান মধুসহ উপজেলা পর্যায়ের বিভিন্ন সরকারী ও বেসরকারী প্রতিষ্ঠানের কর্মকর্তা ও গনমাধ্যম ব্যক্তিবর্গ।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT