সেভ দ্যা চিলড্রেন এর “শিশুদের জন্য কর্মসূচীর” অবহিতকরন সভা অনুষ্ঠিত সেভ দ্যা চিলড্রেন এর “শিশুদের জন্য কর্মসূচীর” অবহিতকরন সভা অনুষ্ঠিত - ajkerparibartan.com
সেভ দ্যা চিলড্রেন এর “শিশুদের জন্য কর্মসূচীর” অবহিতকরন সভা অনুষ্ঠিত

3:11 pm , December 3, 2019

 

নিজস্ব প্রতিবেদক ॥ নগরীতে সেভ দ্যা চিলড্রেন ইন্টারন্যাশনাল এর “শিশুদের জন্য কর্মসূচীর” অবহিতকরন সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে সার্কিট হাউজের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় জানানো হয় বিশে^র প্রায় ১২০ টি দেশে শিশুর শিক্ষা,স্বাস্থ্য সুরক্ষা, বিকাশ এবং অংশ গ্রহনের অধিকার অর্জনের মাধ্যমে শিশুদের জীবনে তাৎক্ষনিক ও স্বায়িত্বশীল পরিবর্তন নিয়ে আসার লক্ষ্যে ১’শ বছর ধরে কাজ করছে সেভ দ্যা চিলড্রেন। এরই ধারাবাহিকতায় সেইন্ট বাংলাদেশ এর বাস্তবায়নে বরিশালের বাকেরগঞ্জ ও মূলাদীতে শিশুদের জন্য কর্মসূচী নামক ১০ বছর মেয়াদী এক সমন্বিত শিশু উন্নয়ন কর্মসূচী বাস্তবায়ন করছে সংস্থাটি। সেভ দ্যা চিলড্রেন এর শিশুদের জন্য কর্মসূচী প্রোগ্রাম ডিরেক্টর হোসনেয়ারা খন্দকার’র সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক এস এম অজিয়র রহমান। সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংস্থাটির কান্ট্রি ডিরেক্টর টেলর পিয়ার্স, পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক ডাঃ মোঃ জসিম উদ্দিন, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আবদুল লতিফ মজুমদার, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা পঙ্কজ রায় চৌধুরি, শহীদ আবদুর রব সেরনিয়াবাত প্রেসক্লাব এর সভাপতি কাজী নাসির উদ্দিন বাবুল, দৈনিক পরিবর্তন পত্রিকার প্রকাশক ও সম্পাদক কাজী মিরাজ মাহমুদ প্রমুখ। বক্তারা সবাই বরিশালের সমস্ত উপজেলা ও ইউনিয়নে এই কর্মসূচী বাস্তবায়নের জন্য সেভ দ্যা চিলড্রেন এর কর্তৃপক্ষের প্রতি আহবান জানান।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT