বিভাগের সকল মেলা থেকে রেকর্ড পরিমান আয়কর আদায় বিভাগের সকল মেলা থেকে রেকর্ড পরিমান আয়কর আদায় - ajkerparibartan.com
বিভাগের সকল মেলা থেকে রেকর্ড পরিমান আয়কর আদায়

3:02 pm , November 21, 2019

নিজস্ব প্রতিবেদক ॥ বরিশাল কর অঞ্চল আয়োজিত এ বছরের আয়কর মেলায় মোট ৮ কোটি ৯০ লাখ টাকার আয়কর আদায় হয়েছে। সর্বশেষ বুধবার শেষ হয় নগরীর আয়কর মেলা। বরিশাল বিভাগের ৬ টি জেলা শহর ও ৫ টি উপজেলায় আয়োজন করা মেলায় মোট ৮ কোটি ৯০ লাখ ৯৭ হাজার ৫৪ টাকা আদায়ের কথা জানান বরিশাল কর অঞ্চলের উপ-কর কমিশনার (প্রশাসন) মোঃ আবুল কালাম আজাদ। যা গত বছরের চেয়ে ৫৭ লাখ ৯৮ হাজার ১৬৭ টাকা বেশী। তিনি আরো বলেন, কর মেলার শেষ দিনে বিভাগীয় শহর বরিশালে ২ কোটি ২৩ লাখ ২৬ হাজার ৫১ টাকার আয়কর আদায় করা হয়েছে। পাশাপাশি রিটার্ন জমা দিয়েছেন চার হাজার ৫৫৮ জন করদাতা। নতুন ইলেক্ট্রনিক ট্যাক্স আইডেন্টিফিকেশন (ই-টিআইএন) গ্রহণ করেছেন ১৪০ জন। এছাড়া মোট সেবা গ্রহণ করেছেন ১৬ হাজার ৫৬৩ জন। এদিকে, ভোলা জেলার মেলার শেষ দিনে ২৩ লাখ ১১ হাজার ৫৬৮ টাকার আয়কর আদায় করা হয়েছে। পাশাপাশি রিটার্ন জমা দিয়েছেন ৮০৭ জন করদাতা। নতুন ই-টিআইএন গ্রহণ করেছেন ৩২ জন। আর মোট সেবাগ্রহণ করেছেন ৪ হাজার ৩২৫ জন। পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলায় মেলার শেষ দিনে ৬ লাখ ১৯ হাজার ৫২০ শত টাকার আয়কর আদায় করা হয়েছে। পাশাপাশি রিটার্ন জমা দিয়েছেন ১৭৮ জন করদাতা। নতুন ই-টিআইএন গ্রহণ করেছেন ১৫ জন। আর মোট সেবাগ্রহণ করেছেন এক হাজার ৩৫৫ জন। একই জেলার গলাচিপা উপজেলায় মেলার শেষ দিনে চার লাখ ৯৭ হাজার ৯০১ টাকার আয়কর আদায় করা হয়েছে। পাশাপাশি রিটার্ন জমা দিয়েছেন ২২২ জন করদাতা। নতুন ই-টিআইএন গ্রহণ করেছেন ১০ জন। আর মোট সেবাগ্রহণ করেছেন ১ হাজার ৭০১ জন। অপরদিকে চূড়ান্ত হিসাব অনুযায়ী বরিশাল কর অঞ্চলে ৮ কোটি ৯০ লাখ ৯৭ হাজার ৫৪ টাকার আয়কর আদায় করা হয়েছে। পাশাপাশি রিটার্ন জমা দিয়েছেন ২৪ হাজার ১০ জন করদাতা। নতুন ই-টিআইএন গ্রহণ করেছেন ৯৫৯ জন। আর মোট সেবাগ্রহণ করেছেন ৯৩ হাজার ৩১৬ জন। গত বছরের হিসেবে চেয়ে এবার সেবাগ্রহণকারী ও নতুন ই-টিআইএন গ্রহণকারীর সংখ্যা কমলেও বেড়েছে রিটার্ন দাখিল ও কর আদায়ের পরিমাণ। গত বছর বরিশাল কর অঞ্চলে ৮ কোটি ৩২ লাখ ৯৮ হাজার ৮৮৭ টাকার আয়কর আদায় করা হয়েছিল। পাশাপাশি রিটার্ন জমা দিয়েছিল ১৮ হাজার ৩৬১ জন করদাতা। নতুন ই-টিআইএন গ্রহণ করেছিলেন এক হাজার ১৬৬ জন। আর মোট সেবাগ্রহণ করেছিলেন ১ লাখ ৩৫ হাজার ৮২৯ জন। উল্লেখ্য বিভাগীয় শহর বরিশালে কর মেলা ৭ দিনব্যাপী হলেও অন্য ৫ জেলায় চার দিনব্যাপী এবং কলাপাড়া, গলাচিপা,নেছারাবাদ, লালমোহন ও নলছিটি উপজেলায় দুই দিনব্যাপী কর মেলার আয়োজন করে বরিশাল কর অঞ্চল।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT