মাওলানা ভাসানীর মৃত্যুবার্ষিকী পালন মাওলানা ভাসানীর মৃত্যুবার্ষিকী পালন - ajkerparibartan.com
মাওলানা ভাসানীর মৃত্যুবার্ষিকী পালন

3:17 pm , November 17, 2019

নিজস্ব প্রতিবেদক ॥ বরিশালে মুক্তি সংগ্রামের অবিসংবাদিত মজলুম নেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর ৪৩তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে মাওলানা ভাসানীর প্রতিকৃতিতেদ পূস্পস্তবক অর্পণ ও এক পথশভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার নভেম্বর সকাল সাড়ে ১০টায় নগরের সদররোডস্থ অশ্বিনী কুমার টাউন হল চত্বরে একর্মসূচি পালিত হয়। গণ সংহতি বরিশাল জেলা কমিটির আয়োজনে মাওলানা ভাসানীর প্রতি শ্রদ্ধা জানিয়ে তার প্রতিকৃতিতে প্রথমে শ্রদ্ধা ও পূস্পস্তবক অর্পণ করে গণ সংহতি আন্দোলন বরিশাল জেলা কমিটির আহবায়ক দেওয়ান আঃ রসিদ নিলু। এর পরপরই শ্রদ্ধা জানিয়ে পূস্পস্তবক অর্পণ করেন ভাসানী অনুসারী পরিষদ আহবায়ক অধ্যাপক মহসিন-উল-ইসলাম হাবুল ও সমন্বয়কারী মোস্তাক আহমেদ শামীম সহ পরিষদ নেতৃবৃন্দ। এর পরে শ্রদ্ধা নিবেদন করে বরিশাল জেলা ঐক্য ন্যাপের সাধারন সম্পাদক মাস্টার নুরুল ইসলাম সহ দলীয় নেতৃবৃন্দ। পরবর্তীতে পূস্পস্তবক অর্পণ করে বরিশাল জেলা ছাত্র ফেডারেশন ও ছাত্র ফেডারেশন বরিশাল সিটি কলেজ শাখা ছাত্রনেতৃন্দ। পরে মাওলানা ভাসানীর কর্মময় জীবনের উপর আলোচনা সভায় বক্তব্য রাখেন ভাসানী অনুসারী পরিষদের আহবায়ক অধ্যাপক মহসিন-উল-ইসলাম হাবুল, গণ সংহতি আন্দোলনের জেলা কমিটির আহবায়ক দেওয়ান আঃ রসিদ নিলু, বরিশাল জেলা ঐক্য ন্যাপ সাধারন সম্পাদক মাস্টার নুরুল ইসলাম, বরিশাল জেলা ছাত্র ফেডারেশন নেতা নবীন আহমেদ প্রমুখ।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT