ডেঙ্গু জ্বরে নারীর মৃত্যু ডেঙ্গু জ্বরে নারীর মৃত্যু - ajkerparibartan.com
ডেঙ্গু জ্বরে নারীর মৃত্যু

3:02 pm , November 6, 2019

নিজস্ব প্রতিবেদক ॥ শেবাচিম হাসপাতালে চিকিৎসাধীন ডেঙ্গুতে আক্রান্ত গৃহবধুর মৃত্যু হয়েছে। গতকাল বুধবার সকালে মারা যাওয়া গৃহবধূ হলো-মনিজা বেগম (৪৫)। পিরোজপুরের নেছারাবাদ উপজেলার রাজবাড়ি গ্রামের কামাল হোসেনের স্ত্রী। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে বরিশাল বিভাগে ১৪ জন মারা গেছেন। মনিজা বেগমের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক মো. বাকির হোসেন। হাসপাতাল সূত্র জানায়, গত শনিবার বেলা তিনটার দিকে মনিজা বেগমকে হাসপাতালে ভর্তি করা হয়। কয়েক দিন সেখানে চিকিৎসাধীন থাকার পর বুধবার সকাল নয়টার দিকে তিনি মারা যান। শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু রোগী ভর্তির সংখ্যা আগের চেয়ে কমেছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চারজন রোগী এই হাসপাতালে ভর্তি হয়েছে। হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে সাতজন। আর চিকিৎসাধীন আছেন ১৪ জন।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT