রূপাতলী ও কালিজিরার অবৈধ স্থাপনা ২৪ ঘন্টার মধ্যে অপসারনের নির্দেশ রূপাতলী ও কালিজিরার অবৈধ স্থাপনা ২৪ ঘন্টার মধ্যে অপসারনের নির্দেশ - ajkerparibartan.com
রূপাতলী ও কালিজিরার অবৈধ স্থাপনা ২৪ ঘন্টার মধ্যে অপসারনের নির্দেশ

3:31 pm , November 4, 2019

নিজস্ব প্রতিবেদক ॥ নগরীর রূপাতলী বাস টার্মিনাল এবং কালিজিরা বাজার এলাকার অবৈধ স্থাপনে অপসারনে ২৪ ঘন্টার সময় দিয়েছে বরিশাল সিটি কর্পোরেশন (বিসিসি) কর্তৃপক্ষ। গতকাল সোমবার সিটি কর্পোরেশনের রোড ইন্সপেক্টর রানা দুটি এলাকায় অবৈধ দখলদারদের এই নির্দেশনা পৌছে দেন। এ সময়ের মধ্যে স্বেচ্ছায় স্থাপনা সরিয়ে না নিলে উচ্ছেদসহ দখলদারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে বলে জানিয়েছেন আরআই রানা।তিনি জানান, ‘রূপাতলী বাস টার্মিনাল এবং তৎসংলগ্ন মহাসড়কের পাশে অবৈধ স্থাপনা নির্মানের মাধ্যমে জমি দখল করে রাখা হয়েছে। এ বিষয়ে ইতিপূর্বে রূপাতলী বাস মালিক সমিতির পক্ষ থেকে অভিযোগ দেয়া হয়। ওইসব অবৈধ স্থাপনার কারনে যাত্রীদের চলাচলে ভোগান্তি হয় বলে দাবি তাদের।এছাড়া কালিজিরা বাজার সংলগ্নেও একইভাবে অবৈধ স্থাপনা গড়ে তুলে ব্যবসা পরিচালনা করা হচ্ছে। এ বিষয়ে বাজার ইজারাদারদের পক্ষ থেকে সিটি কর্পোরেশনে অভিযোগ দেয়া হয়েছে। তাই নগর কর্তৃপক্ষের নির্দেশে রূপাতলী ও কালিজিরা বাজারের অবৈধ স্থাপনা ২৪ ঘন্টা অর্থাৎ আজ মঙ্গলবারের মধ্যে উচ্ছেদের নির্দেশ দেয়া হয়েছে।এদিকে নির্দেশ দেয়ার পর পরই রূপাতলী বাস টার্মিনাল এলাকায় শুরু হয় অবৈধ স্থাপনা অপসারন কার্যক্রম। বাস টার্মিনালের জায়গা দখল করে গড়ে ওঠা স্থাপনা সরিয়ে নেয় সংশ্লিষ্টরা। তবে মহাসড়কের পশে এবং কালিজিরা বাজার সংলগ্নের অবৈধ দখলদাররা বহাল তবিয়তেই রয়েছে। অভিযোগ রয়েছে সাবেক কাউন্সিলর ও বর্তমান শ্রমিক নেতা’র ভাতিজা এবং তার কয়েকজন লোকের নেতৃত্বে রূপাতলীতে অবৈধ স্থাপনা গড়ে উঠেছে। যেখান থেকে তারা প্রতিদিন চাঁদা উত্তোলন করে বলেও অভিযোগ করেছেন স্থানীয়রা।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT