মাদক ও সন্ত্রাস থেকে শিক্ষা প্রতিষ্ঠান রক্ষা করতে হবে-রাশেদ খান মেনন মাদক ও সন্ত্রাস থেকে শিক্ষা প্রতিষ্ঠান রক্ষা করতে হবে-রাশেদ খান মেনন - ajkerparibartan.com
মাদক ও সন্ত্রাস থেকে শিক্ষা প্রতিষ্ঠান রক্ষা করতে হবে-রাশেদ খান মেনন

5:53 pm , April 29, 2018

বাবুগঞ্জ প্রতিবেদক ॥ বাংলাদেশ ওর্য়ার্কাস পার্টি সভাপতি ও সমাজ কল্যান মন্ত্রী রাশেদ খান মেনন বলেছেন সন্ত্রাস সাস্প্রদায়ীকতা ও মাদক থেকে শিক্ষা প্রতিষ্টানকে রক্ষা করতে হবে। তিনি আরো বলেন বর্তমান সরকার শিক্ষা খাতে ব্যাপক উন্নয়ন করেছেন।এ উন্নয়নের ধারাবাহিকতা ধরে রাখতে হলে আগামী নির্বাচনে আওয়ামীলীগ সরকারকে ক্ষমতায় রাখতে হবে। তিনি ক্ষোভ করে বলেছেন শিক্ষা ক্ষেত্রে ভৌত অবকাঠামো যেমন প্রয়োজন তার চেয়ে বেশি প্রয়োজন শ্রেনী কক্ষে সঠিক পাঠদান। গতকাল রোববার দুপুরে বাবুগঞ্জ উপজেলার দেহেরগতি ইউনিয়নের রাকুদিয়া জামেনা খাতুন মাধ্যমিক বিদ্যালয়ে দ্বিতল ভবনের ভিওি প্রস্তর উদ্ধোধনী অনুষ্ঠানে সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। সাবেক ইউপি চেয়ারম্যান বজলুর রহমানের সভাপতিত্বে ও প্রধান শিক্ষক রফিকুল ইসলামের পরিচালনায় সমাবেশে বক্তব্যে রাখেন ইউএনও সুজিত হাওলাদার,কেন্দ্রীয় যুবমৈত্রীর সহ-সভাপতি আতিকুর রহমান আতিক,অধ্যক্ষ আব্দুল মোতালেব হাওলাদার,অধ্যক্ষ হুমায়ুন কবির,ইউপি চেয়ারম্যান মশিউর রহমান,অধ্যাপক নজরুল ইসলাম নিলু,বীরপ্রতিক রত্তন আলী শরীফ,ওসি আব্দুস সালাম,সাবেক চেয়ারম্যান শাহজাহান সিকদার,সাবেক প্রধান শিক্ষক আঃ রাজ্জাক শরীফ প্রমূখ।এ আগে মন্ত্রী উপজেলা সদরে অবস্থিত রাশেদ খান মেনন স্কুল এন্ড কলেজের শিক্ষক নিয়োগ কমিটি বোর্ডে উপস্থিত ছিলেন।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT