6:38 pm , July 15, 2018

নগরীর ৪নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক সৈয়দ ফারুক হোসেন (৪২) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গতকাল রোববার বিকাল সাড়ে ৪টায় নিউ ভাটিখানাস্থ নিজ বাসভবনে হৃদযন্ত্রের ক্রীয়া বন্ধ হয়ে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি বাবা-মা, স্ত্রী ও এক ছেলেসহ অসংখ্য আত্মীয়-স্বজন এবং গুণগ্রাহী রেখে গেছেন। আজ সকাল ১০টায় ভাটিখানা জোড় মসজিদে মরহুমের জানাযা নামাজ শেষে পারিবারিক গোরস্থানে তাকে দাফন করা হবে। তার মৃত্যুতে গভীর শোক ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছে আওয়ামী লীগ সহযোগী সংগঠনের সকল নেতৃবৃন্দ ও এলাকাবাসী। খবর বিজ্ঞপ্তির।