শেবাচিম হাসপাতালের জনবল নিয়োগের সময় বাড়লো ৬ মাস শেবাচিম হাসপাতালের জনবল নিয়োগের সময় বাড়লো ৬ মাস - ajkerparibartan.com
শেবাচিম হাসপাতালের জনবল নিয়োগের সময় বাড়লো ৬ মাস

3:04 pm , January 18, 2021

 

নিজস্ব প্রতিবেদক ॥ বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালের সরাসরি নিয়োগ যোগ্য তৃতীয় শ্রেনীর ( ১১-১৭) গ্রেডের জনবল নিয়োগের ছাড়পত্রের মেয়াদ বৃদ্ধি করা হয়েছে। চলতি বছরের ৩০ জুন পর্যন্ত বাড়ানো হয়েছে এই মেয়াদ। স্বাস্থ্য মন্ত্রনালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের প্রশাসন-১ অধিশাখা এর উপ সচিব জাকিয়া পারভীন স্বাক্ষরিত এক আদেশে এ তথ্য জানানো হয়েছে। আদেশে বলা হয় শেবাচিম হাসপাতালের তৃতীয় শ্রেনীর বিভিন্ন ক্যাটাগরির ৩২ টি পদের জনবল নিয়োগের লক্ষে ১ ও ৩ নং স্বারকের সকল শর্তাবলী অপরিবর্তিত রেখে ছাড়পত্রের মেয়াদ ৩০ জুন ২০২১ সাল পর্যন্ত বর্ধিত করা হলো এবং বিজ্ঞ আদালতের কোন আদেশ ধারা বারিত না হলে জনবল নিয়োগের জন্য নির্দেশ ক্রমে অনুরোধ করা হলো। এর আগে অপর এক স্বারকে টেলিফোন অপারেটরের একটি পদ বাদ দিয়ে সর্ব মোট ৩২ টি পদের ছাড়পত্রের মেয়াদ ২০২০ সালে ৩১ ডিসেম্বর পর্যন্ত বৃদ্ধি করা হয়েছিলো। প্রসঙ্গত, গত বছরের ২৩ ডিসেম্বর হাসপাতাল পরিচালক ডাঃ বাকির হোসেন স্বাক্ষরিত নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। যে বিজ্ঞপ্তিতে ১৪ জানুয়ারী আবেদন জমা দানের সর্বশেষ তারিখ নির্ধারন করা। বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের প্রশাসনিক কর্মকর্তা মিজানুর রহমান বলেন, নিয়োগ প্রক্রিয়ায় নানা ধরনের জটিলতা থাকে। তাই একাধিক বার সময় বৃদ্ধি করা হয়েছে। তবে সময় ৬ মাস বাড়ানো হলেও আমরা তার আগেই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে সক্ষম হব।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT