বরিশাল বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলে বহিরাগত অবস্থান নিষিদ্ধ বরিশাল বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলে বহিরাগত অবস্থান নিষিদ্ধ - ajkerparibartan.com
বরিশাল বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলে বহিরাগত অবস্থান নিষিদ্ধ

4:18 pm , February 7, 2024

নিজস্ব প্রতিবেদক ॥ বরিশাল বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলে একাডেমিক কার্যক্রম শেষ হওয়া কোন শিক্ষার্থী, অনাবাসিক শিক্ষার্থী অথবা বহিরাগত কোন ব্যক্তির অবস্থান নিষিদ্ধ করা হয়েছে। বুধবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ অফিসের উপ-পরিচালক (চ.দা.) ফয়সল মাহমুদ এ তথ্য জানিয়েছেন।
বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়েছে, গত ৫ ফেব্রুয়ারী বরিশাল বিশ্ববিদ্যালয়  প্রভোষ্ট ষ্ট্যান্ডিং কমিটির ২৯তম সভা হয়। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (রু.দা.) অধ্যাপক ড. মোহাম্মদ বদরুজ্জামান ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত ওই সভায় সিদ্বান্ত নেয়া হয়েছে আবাসিক হলসমূহে একাডেমিক কার্যক্রম শেষ হওয়া শিক্ষার্থী, অনাবাসিক শিক্ষার্থী অথবা বহিরাগত কোন ব্যক্তি অবস্থান করতে পারবে না।  সভায় উপাচার্য উপস্থিত সকল হল প্রভোস্টদের এ বিষয়ে সর্বাত্মক সতর্কতা মেনে চলার নির্দেশনা প্রদান করেন এবং আবাসিক হলগুলোতে এ ধরনের কোন শিক্ষার্থী বা বহিরাগত কোন ব্যক্তি অবস্থান করলে তাদের বিরুদ্ধে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দিয়েছেন। এ বিষয়ে বরিশাল বিশ্ববিদ্যালয় প্রশাসন
জিরো টলারেন্স নীতি অনুসরণ করবে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT