3:28 pm , January 12, 2026
বিশেষ প্রতিবেদক ॥
মহাপবিত্র বিশ^ উরশ শরিফ উপলক্ষ্যে বিশ^ জাকের মঞ্জিলমুখি জন¯্রােত অব্যাহত রয়েছে। আজ মঙ্গলবার সকালে আখেরি মোনাজাতে অংশ নিতে সারা দেশ থেকেই বিশ^ জাকের মঞ্জিলে মানুষ ছুটে আসছেন। বিশাল এ দরবার শরিফ সহ সন্নিহিত ২৫ বর্গ কিলোমিটারজুড়ে এখন শুধু মানুষ আর মানুষ। সড়ক, নৌ ও রেলপথে যে যেভাবে পারছেন পৌছছেন বিশ^ জাকের মঞ্জিলে।
রাত ৩টায় রহমতের সময় থেকে এশার নামাজ বাদে ৫শ বার দুরুদ শরিফ পাঠ পর্যন্ত এ দরবার শরিফে ওয়াক্তিয়া নামাজ ছাড়াও নফল নামাজ ও দোয়া মোনাজাত এবং বাদ ফজর ও মাগরিব ফাতেয়া শরিফ পাঠ সহ মোনাজাত ছাড়াও মোরাকাবা-মোশাহেদা অনুষ্ঠিত হচ্ছে। বিশ^ জাকের মঞ্জিলের খাদেমবৃন্দ ছাড়াও দেশের বিশিষ্ট ওলামায়ে কেরামরা এ দরবার শরিফে ওয়াজ করছেন।
এবারের উরশ শরিফেও ভারত ও পাকিস্তান ছাড়াও বিশে^র বহু দেশ থেকে জাকেরান ও আশেকান সহ মুসুল্লীরা অংশ নিচ্ছেন। ভারতের পশ্চিমবঙ্গের কুচবিহার ও জলপাইগুড়ি থেকেও ভিন্ন ভিন্ন কাফেলায় সহ¯্রাধিক জাকেরান ও আশেকান উরশ শরিফের আগেই বিশ^ জাকের মঞ্জিলে পৌছেছেন।
উত্তরবঙ্গের পাবর্তিপুর থেকে প্রায় ৫ হাজার জাকেরন ও আশেকানদের নিয়ে ১৬ বগির একটি রিজার্ভ ট্রেন গত শুক্রবার বিশ^ জাকের মঞ্জিলের নিকটতম পুকুরিয়া স্টেশনে পৌছেছে। ট্রেনটি আখেরি মোনাজাতের পরে ফিরতি যাত্রায় মঙ্গলবার বিকেলে পার্বতিপুরের উদ্দেশ্যে যাত্রা করবে বলে জানা গেছে।
বরিশাল সহ দক্ষিণাঞ্চল থেকে প্রতিদিনই শতাধিক বাস বিশ^ জাকের মঞ্জিলে যাচ্ছে। বরিশালÑফরিদপুরÑঢাকা জাতীয় মহাসড়কের পুকুরিয়া ও তালমা মোড় থেকে বিশ^ জাকের মঞ্জিল পর্যন্ত ১০ কিলোমিটার সড়ক ছাড়াও ঢাকা-ভাঙ্গা-খুলনা মহাসড়কের মালিগ্রাম থেকে বিশ^ জাকের মঞ্জিল পর্যন্ত ৮ কিলোমিটার সড়কে যানবাহন চলাচল নিয়ন্ত্রন করতে বিপুল সংখ্যক পুলিশ সহ স্বেচ্ছাবেকরা কাজ করছেন।
বিশ^ জাকের মঞ্জিলের ঐতিহ্যের অংশ হিসেবে আগত প্রতিটি মানুষের জন্যই এবারো আহার ও পানির ব্যবস্থা করা হয়েছে।
