বরিশালের ৪ শিক্ষক ৫ বছরের জন্য নিষিদ্ধ বরিশালের ৪ শিক্ষক ৫ বছরের জন্য নিষিদ্ধ - ajkerparibartan.com
বরিশালের ৪ শিক্ষক ৫ বছরের জন্য নিষিদ্ধ

3:27 pm , January 12, 2026

পরীক্ষার খাতা দেখায় অবহেলা
নিজস্ব প্রতিবেদক ॥
সঠিকভাবে পরীক্ষার খাতা মূল্যায়ন না করা এবং দায়িত্ব পালনে অবহেলার অভিযোগে বরিশালের বিভিন্ন স্কুলের রসায়ন বিভাগের ৪ শিক্ষককে মাধ্যমিক পরীক্ষার সকল ধরনের দায়িত্ব থেকে অব্যাহতি প্রদান করা হয়েছে। আগামী ৫ বছর তাদের উপর মাধ্যমিক পরীক্ষার কোন দায়িত্ব অর্পন করা হবে না। বরিশাল শিক্ষাবোর্ড থেকে এ সংক্রান্ত নির্দেশনা জারি করা হয়েছে। অব্যাহতি পাওয়া শিক্ষকরা  হলেন: নলছিটির প্রতাপ মাধ্যমিক বিদ্যারয়ের সহকারী শিক্ষক শহিদুল ইসলাম,ঝালকাঠি সদরের উদ্বোধন মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রঞ্জন কুমার বিশ্বাস ও আমির হোসেন এবং বরগুনা সদরের আর্দশ মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক বিধান সরকার। বরিশাল শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর জি এম শহিদুল ইসলাম স্বাক্ষরিত চিঠিতে বলা হয়েছে ‘অব্যাহতি পাওয়া এসব শিক্ষকদের ২০২৫ সালে অনুষ্ঠিত এসএসসি পরীক্ষার রসায়ন বিষয়ের পরীক্ষক নিযুক্ত করা হয়েছিলো। কিন্তু তারা দায়িত্বে অবহেলা করে সঠিকভাবে শিক্ষার্থীদের খাতা মূল্যায়ন  করেননি। যে কারনে শিক্ষার্থীরা কাঙ্খিত ফলাফল থেকে বঞ্চিত হয়। এ কারনে এসব শিক্ষদের ২০৩০ সাল পর্যন্ত পরীক্ষার সব ধরনের দায়িত্ব থেকে অব্যাহতি প্রদান করা হয়।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT