আমি এ দেশের মাটি ও মানুষের খেদমত করতে চাই -অ্যাডভোকেট জয়নুল আবেদীন আমি এ দেশের মাটি ও মানুষের খেদমত করতে চাই -অ্যাডভোকেট জয়নুল আবেদীন - ajkerparibartan.com
আমি এ দেশের মাটি ও মানুষের খেদমত করতে চাই -অ্যাডভোকেট জয়নুল আবেদীন

3:27 pm , January 12, 2026

সাইফুল ইসলাম, বাবুগঞ্জ প্রতিবেদক ॥
আমি এ দেশের মাটি ও মানুষের খেদমত করতে চাই। সে লক্ষ্যেই আপনাদের দোয়া ও সহযোগিতা কামনা করছি। বাবুগঞ্জে আয়োজিত দোয়া মোনাজাত অনুষ্ঠানে এভাবেই নিজের রাজনৈতিক অঙ্গীকারের কথা জানান বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর কেন্দ্রীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান ও বরিশাল-৩ (বাবুগঞ্জ-মুলাদী) সংসদীয় আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অ্যাডভোকেট জয়নুল আবেদীন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় সোমবার (১২ জানুয়ারি) সকাল ১১টা ও বিকাল ৪টায় বাবুগঞ্জ উপজেলার মাধবপাশা ইউনিয়ন বিএনপি এবং চাঁদপাশা ইউনিয়ন বিএনপির উদ্যোগে পৃথকভাবে দোয়া ও মোনাজাত অনুষ্ঠানের আয়োজন করা হয়।
দোয়া মোনাজাত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট জয়নুল আবেদীন বলেন, আমার মা-বোন, নারী-পুরুষ, তরুণ-যুবক-সমাজের সকল স্তরের মানুষের জন্য কাজ করাই আমার লক্ষ্য। সেই উদ্দেশ্য বাস্তবায়নে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সবাইকে ঐক্যবদ্ধভাবে ধানের শীষের পক্ষে কাজ করার আহ্বান জানাচ্ছি।
তিনি আরও বলেন, আপনারা আমার রক্তের সঙ্গে মিশে গেছেন। যতদিন বেঁচে থাকবো, আপনাদের সঙ্গেই থাকতে চাই।
এ সময় তিনি ‘বাবুগঞ্জের মাটি তারেক রহমানের ঘাঁটি, বাবুগঞ্জের মাটি খালেদা জিয়ার ঘাঁটি’ এই স্লোগানে উপস্থিত নেতাকর্মীদের উজ্জীবিত করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাবুগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক সুলতান আহমেদ খান ও সদস্য সচিব ওয়াহিদুল ইসলাম প্রিন্স। এছাড়াও উপস্থিত ছিলেন মাধবপাশা ইউনিয়ন বিএনপির সভাপতি অহিদুল ইসলাম খান, সাধারণ সম্পাদক সালাউদ্দিন তালুকদার মিন্টু, চাঁদপাশা ইউনিয়ন বিএনপির সভাপতি আলমগীর হোসেন স্বপন, কেদারপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. কামাল হাওলাদার, সাধারণ সম্পাদক মো. মোস্তফা দুয়ারী, উপজেলা শ্রমিক দলের সভাপতি ফরিদ হোসেন, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আবুল কালাম আজাদ বিশ্বাস, বরিশাল জেলা ছাত্রদলের সভাপতি ইঞ্জিনিয়ার মাহফুজুল আলম মিঠু, রহমতপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. রাজন শিকদার, উপজেলা বিএনপি নেতা হাসানুজ্জামান (আর্মি খোকন), উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আতিকুর রহমান আল আমিন, বরিশাল মহানগর ছাত্রদলের সহ-সভাপতি আজিজুল ইসলাম, উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আকিব হোসেন ইমরান এবং সদস্য সচিব আরাফাত হোসেন মৃধাসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT