3:26 pm , January 12, 2026
নিজস্ব প্রতিবেদক ॥
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ ওসমান হাদি হত্যার বিচার দাবিতে বরিশালে “আজাদী মার্চ” কর্মসূচি পালন করেছে ছাত্র-জনতা। সোমবার বেলা ১২টায় নগরীর অশ্বিনী কুমার টাউন হলের সামনে থেকে মোটরচালিত “ভ্যানগাড়ি” করে এই “আজাদী মার্চ” কর্মসূচি পালন করে তারা।
এসময় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগেই শহীদ ওসমান বিন হাদি হত্যার বিচার সম্পন্ন করার দাবি জানান তারা। অন্যথায় আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দেন তারা।
এর আগে বেলা ১২টার দিকে বরিশাল নগরীর বিভিন্ন কলেজ, বিশ্ববিদ্যালয় এবং স্কুল শিক্ষার্থীরা ব্যানার, প্লাকার্ড নিয়ে সদর রোডে অশ্বিনী কুমার টাউন হলের সামনে জড়ো হয়। পরে সেখানে কিছু সময় বিক্ষোভ করে তাঁরা। এসময় হাদি হত্যার বিচার দাবি নিয়ে সাধারণ মানুষও বিক্ষোভে অংশ নেয়।
পরে ব্যাটারিচালিত “ভ্যানগাড়ি, মোটরসাইকেল এবং পিকআপ” যোগে “আজাদী মার্চ” কর্মসূচি শুরু করে ছাত্র-জনতা। অশ্বিনী কুমার টাউন হলের সামনে থেকে বের হওয়া “আজাদী মার্চ” শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় টাউন হলের সামনে গিয়ে শেষ হয়।
এর আগে বিক্ষোভ সমাবেশে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা বলেন, ‘আমার ভাই মৃত্যুর আগে বলে গেছেন যে, “আমার খুনির বিচারটা আপনারা কইরেন”। আমরা যদি হাদি ভাইয়ের খুনের বিচারটাই না করতে পারি তাহলে আমরা কেমন দেশ স্বাধীন করেছি !
তারা বলেন, হত্যা করে খুনি বাংলাদেশ থেকে পালিয়ে গেছে। ভাবতে নিজেদের কাছেই কষ্ট লাগে, নিজেদের ঘৃণীত মনে হয়, যে একটা স্বাধীন দেশে কিভাবে খুন করে পালিয়ে যায়! অথচ খুনিকে এখন পর্যন্ত ধরার নাম-গন্ধতো দূরের কথা আমরা কোন আশ্বাস পর্যন্ত পাচ্ছি না যে, খুনিকে ধরবে।
আমরা চাই শরীফ ওসমান হাদিকে যেই খুনিরা খুন করে পালিয়ে গেছে তাদের গ্রেপ্তার করে বিচারের আওতায় নিয়ে আসা। যতদিন পর্যন্ত আমার ভাইয়ের বিচার না পাবো, ততদিন পর্যন্ত রাজপথে আমাদের এই আন্দোলন চালিয়ে যাবো।
