কাঠালিয়া সদর রোডের বেহাল দশা কাঠালিয়া সদর রোডের বেহাল দশা - ajkerparibartan.com
কাঠালিয়া সদর রোডের বেহাল দশা

3:22 pm , January 12, 2026

কাঠালিয়া প্রতিবেদক ॥
কাঠালিয়া উপজেলার গুরুত্বপূর্ণ সদর রোডটি বর্তমানে চরম বেহাল অবস্থায় রয়েছে। লঞ্চঘাট থেকে থানা পর্যন্ত প্রায় ২.৫০ কিলোমিটার দীর্ঘ এই সড়কের অধিকাংশ অংশের কার্পেটিং উঠে গিয়ে মাটির রাস্তায় পরিণত হয়েছে। ফলে যানবাহন ও সাধারণ মানুষের চলাচলে মারাত্মক ভোগান্তি সৃষ্টি হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে সড়কটি সংষ্কারের নামে পুনরায় কার্পেটিং করা হয়। অভিযোগ রয়েছে, পূর্বে ভালো অবস্থায় থাকা রাস্তাটি সংষ্কারের সময় নি¤œমানের কাজ করা হয়। ঠিকাদারি প্রতিষ্ঠানের সাব-কন্ট্রাক্টরের মাধ্যমে কাজটি সম্পন্ন করা হয় বলে অভিযোগ করেন এলাকাবাসী।
সড়ক সংস্কারের কাজ শেষ হওয়ার পরপরই বিভিন্ন স্থানে কার্পেটিং উঠে যেতে শুরু করে। এলজিইডির নির্বাহী প্রকৌশলী দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলেও পরবর্তীতে আর কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি বলে অভিযোগ রয়েছে।
বর্তমানে সদর রোডের বিভিন্ন অংশে খানাখন্দ সৃষ্টি হয়েছে। বর্ষা মৌসুমে কোথাও কোথাও হাঁটুসমান পানি জমে যাচ্ছে, যা যানবাহন চলাচলকে আরও ঝুঁকিপূর্ণ করে তুলেছে।
স্কুল মার্কেট এলাকার গার্মেন্টস ব্যবসায়ী বিপ্লব খন্দকার বলেন, “রাস্তার কাজ শেষ হওয়ার পরদিনই আমার দোকানের সামনে থেকে বিটুমিনের কার্পেটিং উঠে যায়। নি¤œমানের কাজের কারণে এখন বর্ষায় দোকানের সামনে পানি জমে থাকে।”
মসজিদ মার্কেটের ব্যবসায়ী রফিক বেপারী বলেন “রাস্তার অবস্থা এতটাই খারাপ যে এখন রিকশাচালকরাও মার্কেটের ভেতরে আসতে চায় না। রাস্তা উঁচুনিচু হয়ে যাওয়ায় ক্রেতা কমে গেছে, ব্যবসায় বড় প্রভাব পড়ছে।”
এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে রেজোয়ান সাকিব নামে এক একজন লিখেছেন, “সদর রোডটি এখন ঘরের খাটালের মাটির মতো হয়ে গেছে। কার্পেটিংয়ের কোনো চিহ্ন নেই।”

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT