3:21 pm , January 10, 2026
ভা-ারিয়া প্রতিবেদক ॥
ভা-ারিয়ায় বেসরকারি উন্নয়নমূলক সংগঠন ‘ড্রিম বাংলা ফাউন্ডেশন’-এর উদ্যোগে জমকালো এক ব্যাডমিন্টন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার রাতে উপজেলার ভুবনেশ্বর ব্রিজ সংলগ্ন বালুর মাঠে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিযোগিতার চূড়ান্ত লড়াইয়ে দীপ্ত ও সুজনের টিমকে হারিয়ে শিরোপা জয় করে সবুজ ও নাদিমের টিম।
খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক মো. মাহাফুজ ইসলাম উজ্জল। বিশেষ অতিথি ছিলেন পৌর ছাত্রদলের আহ্বায়ক মো. আলি আজীম রিপন জোমাদ্দার।
সংগঠনের নেতা মো. বাবুল সুবেদারের তত্ত্বাবধানে এবং মো. ইব্রাহীম সরদার বাবলার পরিচালনায় পুরো টুর্নামেন্টটি সম্পন্ন হয়। খেলায় রেফারীর দায়িত্ব পালন করেন অলোক দত্ত। টুর্নামেন্টটি স্থানীয় তরুণ ও ক্রীড়ামোদিদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি করেছে।
