বরিশাল-৫ আসনে জামায়াত প্রার্থী এ্যাড. মুয়াযযম হোসেন হেলালের গণসংযোগ বরিশাল-৫ আসনে জামায়াত প্রার্থী এ্যাড. মুয়াযযম হোসেন হেলালের গণসংযোগ - ajkerparibartan.com
বরিশাল-৫ আসনে জামায়াত প্রার্থী এ্যাড. মুয়াযযম হোসেন হেলালের গণসংযোগ

4:29 pm , November 12, 2025

নিজস্ব প্রতিবেদক ॥ বরিশাল-৫ (সদর-দক্ষিণ) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামের মনোনীত সংসদ সদস্য প্রার্থী এডভোকেট মুয়াযযেম হোসেন হেলাল বুধবার সকাল থেকে রাত পর্যন্ত টানা গণসংযোগ, উঠান বৈঠক ও মতবিনিময় সভায় অংশ নেন। সকাল ৯টায় ১১নং ওয়ার্ডে, দুপুরে ২৩নং ওয়ার্ডে এবং সন্ধ্যায় ২৬নং ওয়ার্ডে অনুষ্ঠিত এ গণসংযোগে সর্বস্তরের জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।
গণসংযোগে এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ব্যবসায়ী, শিক্ষার্থী, গৃহিণী, প্রবাসী পরিবারের সদস্য, দিনমজুর ও তরুণ ভোটাররা হেলাল ভাইয়ের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাঁর প্রতি পূর্ণ সমর্থন ও শুভকামনা জানান। অনেকেই বলেন, “এ্যাডভোকেট হেলাল একজন সৎ, শিক্ষিত ও মানবিক নেতা, যিনি বছরের পর বছর এলাকার মানুষের সুখে-দুঃখে পাশে থেকেছেন।”
স্থানীয় পর্যবেক্ষকরা মনে করেন, বরিশাল-৫ আসনের সাধারণ জনগণের মধ্যে জামায়াতে ইসলামের প্রতি এক নতুন ইতিবাচক ধারা সৃষ্টি হয়েছে। মাঠপর্যায়ে হেলাল ভাইয়ের গণসংযোগ জনগণের মাঝে ব্যাপক আস্থা ও উদ্দীপনার জন্ম দিয়েছে।
গণসংযোগ চলাকালে এডভোকেট মুয়াযযম হোসেন হেলাল বলেন, “আমরা যদি জনগণের ভোটে ক্ষমতায় যেতে পারি, ইনশাআল্লাহ মানুষ নিশ্চিন্তে ঘুমাতে পারবে। দেশের প্রতিটি নাগরিকের জান-মালের নিরাপত্তা নিশ্চিত করা হবে। আমরা এমন একটি সমাজ গড়ে তুলতে চাই, যেখানে ন্যায়বিচার, মানবতা ও শৃঙ্খলা প্রতিষ্ঠিত হবে।”
তিনি আরও বলেন, “জামায়াতে ইসলাম একটি আদর্শভিত্তিক রাজনৈতিক দল, যা ইসলামি মূল্যবোধ, সামাজিক ন্যায়বিচার ও মানুষের কল্যাণে বিশ্বাস করে। আমরা এমন বাংলাদেশ গড়বো, যেখানে দুর্নীতি, অন্যায় ও বৈষম্যের কোনো স্থান থাকবে না।”
প্রবাসী শ্রমিকদের অবদানের কথা স্মরণ করে হেলাল বলেন, “আমাদের প্রবাসী ভাইয়েরা বিদেশে কঠোর পরিশ্রম করেন, কিন্তু অনেক সময় তারা অন্য দেশের শ্রমিকদের তুলনায় কম মজুরি পান। আমরা ক্ষমতায় গেলে তাদের ন্যায্য মজুরি, মর্যাদা ও রাষ্ট্রীয় সুরক্ষা নিশ্চিত করতে কূটনৈতিক ও প্রশাসনিক উদ্যোগ গ্রহণ করবো।”শিক্ষার অবনতির সমালোচনা করে তিনি বলেন, “দেশের শিক্ষা ব্যবস্থা আজ মেধা পাচার ও অযোগ্যতার দুষ্টচক্রে জর্জরিত। আমরা শিক্ষা ব্যবস্থাকে এমনভাবে সংস্কার করবো, যাতে নতুন প্রজন্ম দেশপ্রেমিক, নৈতিক ও কর্মদক্ষ হয়ে উঠতে পারে। আমাদের মেধা বিদেশে বিক্রি না হয়ে দেশের উন্নয়নেই কাজে লাগবে।”সন্ধ্যা ৬টায় ২৬নং ওয়ার্ডে আয়োজিত উঠান বৈঠকে এডভোকেট হেলাল বলেন, “বেকারত্ব আজ দেশের একটি বড় সমস্যা। আমরা ক্ষমতায় গেলে শিল্পাঞ্চল ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করবো, যাতে কোনো তরুণ বেকার না থাকে। পাশাপাশি মাদককে সমাজ থেকে সম্পূর্ণ নির্মূল করতে সর্বাত্মক পদক্ষেপ নেওয়া হবে।”
এ সময় তরুণ-যুবকরা মিছিল করে এবং তাকে ফুলেল শুভেচ্ছা জানান। তিনি দোকান, বাড়ি, রাস্তাঘাটে দাঁড়িয়ে সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন, তাঁদের সমস্যার খোঁজখবর নেন। একজন স্থানীয় বয়স্ক ভোটার বলেন, “এডভোকেট হেলাল শুধু একজন নেতা নন, তিনি এলাকার সন্তান। সুখে-দুঃখে মানুষকে পাশে পেয়েছে তাঁকে। এবার সময় এসেছে তাঁকে সংসদে পাঠানোর।”গণসংযোগ কর্মসূচিতে জামায়াতের শহর, থানা ও ওয়ার্ড শাখার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তাঁরা জনগণের কাছে দলের উন্নয়ন ভাবনা, সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা ও ইসলামি মূল্যবোধভিত্তিক শাসনব্যবস্থার অঙ্গীকার তুলে ধরেন।দিনব্যাপী এই গণসংযোগে অংশ নেওয়া হাজারো মানুষের উপস্থিতি প্রমাণ করেছে বরিশাল-৫ আসনের মানুষ পরিবর্তন চায়, সৎ ও জনগণনির্ভর নেতৃত্ব চায়।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT