আগৈলঝাড়ায় ৭ ব্যবসা প্রতিষ্ঠানকে ২৫ হাজার টাকা জরিমানা আগৈলঝাড়ায় ৭ ব্যবসা প্রতিষ্ঠানকে ২৫ হাজার টাকা জরিমানা - ajkerparibartan.com
আগৈলঝাড়ায় ৭ ব্যবসা প্রতিষ্ঠানকে ২৫ হাজার টাকা জরিমানা

3:18 pm , November 12, 2025

আগৈলঝাড়া প্রতিবেদক ॥ আগৈলঝাড়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৭টি ফার্মেসী থেকে ২৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে মঙ্গলবার বিকেল ৪টা থেকে সন্ধ্যা পর্যন্ত এই অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) মো. বায়েজীদ সরদার। ফার্মেসীতে মেয়াদোত্তীর্ণ ওষুধ পাওয়ায় উপজেলা সদরের অসীম দাসকে ৭ হাজার টাকা, নুরুল হুদা (নুপুর)কে ৫ হাজার টাকা, তাপস চন্দ্র দাসকে ৩ হাজার টাকা, রাম রায়কে ৩ হাজার টাকা ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে মাসুদ রানাকে ৪ হাজার টাকা, আব্দুল মান্নান সরদারকে ১ হাজার টাকা, নজরুল সন্যামতকে ২ হাজার টাকাসহ ২৫ হাজার হাজার টাকা জরিমানা করা হয়।
এসময় উপস্থিত ছিলেন বরিশাল জেলা ওষুধ প্রশাসন কার্যালয়ের সহকারী পরিচালক শরিফুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) অফিসের নাজির মো. সোহেল আমিন, এসআই মো. আলমগীর হোসেন।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT