3:50 pm , October 20, 2025

নিজস্ব প্রতিবেদক ॥ ‘সবার জন্য মানসম্মত পরিসংখ্যান’ প্রতিপাদ্যে সারাদেশের ন্যায় বরিশালেও পরিসংখ্যান দিবস উদযাপিত হয়। দিবসটি উদযাপন উপলক্ষে সোমবার জেলা প্রশাসনের সহযোগিতায় এবং বিভাগীয় ও জেলা পরিসংখ্যান অফিসের আয়োজনে নগরীর সার্কিট হাউজে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অতিরিক্ত বিভাগীয় কমিশনার আহসান হাবিব সভায় প্রধান অতিথি ছিলেন।
সভায় প্রধান অতিথি বলেন, একটি দেশের সার্বিক উন্নয়নের জন্য সঠিক ও মানসম্মত পরিসংখ্যান অপরিহার্য। সঠিক পরিসংখ্যানের মাধ্যমে দেশের কোথায় কোন সম্পদ সুপ্ত অবস্থায় রয়েছে, তা নির্ধারণ করা সম্ভব হয়। তথ্যের সঠিক ব্যবহার নিশ্চিত করার মাধ্যম দেশের বাজেট ব্যবস্থাপনা, শিক্ষা, স্বাস্থ্য ও খাদ্য মজুতসহ নানা ক্ষেত্রে উন্নয়ন ঘটানো সম্ভব হয়।
তিনি বলেন, পুরোনো পদ্ধতিতে জনশুমারি না করে তথ্য সংগ্রহে আধুনিক প্রযুক্তি ব্যবহার করতে হবে। ভুল বা মানহীন পরিসংখ্যান দেশের উন্নয়ন প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করে। মোট জনসংখ্যার সঠিক তথ্য না পেলে সেই অনুযায়ী গৃহীত সিদ্ধান্তগুলো ভুল হতে পারে।
তিনি আরও বলেন, তথ্যচ্যুতি রোধ করে নির্ভুল ও মানসম্পন্ন তথ্য নিশ্চিত করতে হবে। পাশাপাশি স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পরিসংখ্যানের গুরুত্ব সম্পর্কে ধারণা দিতে হবে। তরুণ প্রজন্ম সচেতন হলে সঠিক তথ্য সংগ্রহ সহজ হবে এবং নির্ভুল পরিসংখ্যান প্রকাশ সম্ভব হবে।
জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেনের সভাপতিত্বে রেঞ্জ ডিআইজি মঞ্জুর মোর্শেদ আলম, পুলিশ সুপার শরিফ উদ্দীন, উপপুলিশ কমিশনার মোহাম্মদ ইমদাদ হুসাইন, বিভাগীয় পরিসংখ্যান অফিসের যুগ্ম পরিচালক শহীদুল ইসলাম বিশেষ অতিথির বক্তৃতা করেন। মূল প্রবন্ধ উপস্থাপন করেন জেলা পরিসংখ্যান অফিসের উপপরিচালক আতিকুর রহমান। আলোচনা সভার আগে দিবসটি উপলক্ষে সার্কিট হাউজ চত্ত্বর থেকে একটি বর্ণাঢ্য র?্যালি নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে শেষ হয়।